Exclusive: মুখ্যমন্ত্রী ঘোষণার পরই শুরু দল গঠন, জানিয়ে দিলেন ইস্টবেঙ্গল সিইও

Exclusive: মুখ্যমন্ত্রী ঘোষণার পরই শুরু দল গঠন, জানিয়ে দিলেন ইস্টবেঙ্গল সিইও

দেবময় ঘোষ: বুধবার দুপুরে নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিয়েছিলেন ইস্টবেঙ্গলের আইএসএল ‘খেলা হবে’। রাত থেকেই দল গঠনের তোড়জোড় শুরু করে দেয় এস সি ইস্টবেঙ্গল কর্তৃপক্ষ। বৃহস্পতিবার দুপুর ১টা নাগাদ খুলে দেওয়া হয় এস সি ইস্টবেঙ্গলের সোশ্যাল মিডিয়াও। মনে রাখা দরকার, সেই পয়লা জুন থেকে এস সি ইস্টবেঙ্গলের সোশ্যাল মিডিয়া কার্যকলাপ বন্ধ করে দেয় বিনিয়োগ করি সংস্থা শ্রী সিমেন্ট। কারণ, চুক্তি জট। যা আপাতত খুলে দিয়ে দ্বিতীয় বারের জন্য ইস্টবেঙ্গলকে আই এস এল খেলার রাস্তায় নিয়ে এসেছেন মমতা। ৩১ অগাস্ট বন্ধ হয়ে যাচ্ছে ট্রান্সফার উইন্ডো।

এত কম সময়ে কীভাবে দল গুছিয়ে নেওয়ার পক্রিয়া শুরু হয়েছে তা ‘আজ বিকেলে’ খোলাখুলি জানিয়েছেন এস সি ইস্টবেঙ্গলের সিইও কর্নেল শিবাজী সমাদ্দার। স্বাভাবিক ভাবেই দল গঠনের বিষয়ে একটি বড় প্রশ্ন হয়ে উঠেছে ইস্টবেঙ্গল ক্লাব কর্তাদের ভূমিকা। কর্মকর্তারা এস সি ইস্টবেঙ্গলকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে চান। দল গঠনে তাদের সুদীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। সাহায্যের অঙ্গীকার করে, একটি চিঠিও লিখেছে ক্লাব। ইস্টবেঙ্গল ক্লাবের জেনারাল সেক্রেটারি কল্যাণ মজুমদার এই চিঠি দিয়েছেন। এই প্রসঙ্গে কর্নেল সমাদ্দার বলেন, “কালকে সন্ধ্যাবেলা (বুধবার) থেকেই আমরা দল গঠনের প্রক্রিয়ায় নেমে পড়েছি। ইস্টবেঙ্গল ক্লাবের জেনারাল সেক্রেটারি কল্যাণ মজুমদারের কাছ থেকে চিঠিও পেয়েছি। তার জন্য কৃতজ্ঞতা, ধন্যবাদ জানাই, ওরা এগিয়ে এসেছেন সাহায্য করবেন বলে। আমাদেরও পক্রিয়া শুরু হয়ে গিয়েছে। দেখা যাক কেমন করে দল গঠন হয়।”

এখনও পর্যন্ত, সব থেকে বেশি কলকাতা ফুটবল লীগ জিতেছে ইস্টবেঙ্গল ক্লাব। তবে এই বছর চুক্তি জট এমন জায়গায় পৌঁছে গিয়েছিল যে, ইস্টবেঙ্গল লীগ খেলবে কিনা তা নিয়ে নিশ্চয়তা কিছুই ছিল না। কর্নেল সমাদ্দার এই বিষয়ে বলেন, “আমাদের যেটি অবস্থান ছিল, যে যতক্ষন এই অভ্যন্তরীন সমস্যাটি মিটেছে, ততক্ষণ তো আমরা দল গঠনের প্রক্রিয়াটি শুরু করতে পারব না। এখন গতকাল (বুধবার) দল গঠনের পক্রিয়া শুরু করেছি, দেখা যাক কী হয়। সব খেলোয়াড় বাছাই করে, তাদের নথিভুক্ত করে, ৩১ অগস্টের আগে এক জায়গাতে এনে অনুশীলন করানো, সাপোর্ট স্টাফদের নিয়ে আসা – সবই সময় লাগে। সেই জন্য, এই মুহূর্তে কলকাতা লীগে অংশগ্রহণের বিষয়ে কিছু বলতে পারছি না।”

কোচ রবি ফাউলার কবে আসছেন? এসসি ইস্টবেঙ্গলের সিইও জানান, কোচ বিলেত থেকে ফোন, মেল বা হোয়াটস আপের মাধ্যমে যোগাযোগ রেখেছেন। কোন সময় দল গঠন হয়ে যাবে, দল একসঙ্গে হবে, কোচিং স্টাফ, সাপোর্ট স্টাফ এক সঙ্গে হবেন তা ঠিক হয়নি। কোচ আসার এখনো নির্দিষ্ট সময় ঠিক হয়নি। কীভাবে SC ইস্টবেঙ্গল দল গঠনের কাজ করছে? কর্নেল সমাদ্দার বলেন, “টিম গঠন আমাদের টেকনিক্যাল টিম করে। পেশাদাররা খেলোয়াড়দের ক্রীড়াশৈলী বিশ্লেষণ করে দল গঠনের কাজ করেন। আপনি ঠিকই বলেছেন, অল্প সময়ের মধ্যে করতে হবে। SC ইস্টবেঙ্গলের সিইও হিসাবে একটুকু বলতে পারি, আমরা নিজেদের সেরাটা দেব। তিনি জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তার উদ্যোগ এবং সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten − seven =