মুখমন্ত্রীর হস্তক্ষেপে অবশেষে কাটল চুক্তি জট, ISL খেলবে ইস্ট বেঙ্গল

মুখমন্ত্রীর হস্তক্ষেপে অবশেষে কাটল চুক্তি জট, ISL খেলবে ইস্ট বেঙ্গল

কলকাতা: মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে অবশেষে কাটল  জট৷ ইনভেস্টর সমস্যা মিটিয়ে ফের আইএসএল খেলবে ইস্ট বেঙ্গল৷ লাল হলুদ শিবিরের পাশে থাকবে ‘শ্রী সিমেন্ট’৷ তাই মুখ্যমন্ত্রীর কথায়, ‘শেষ ভালো যার সব ভালো৷’

আরও পড়ুন- India vs England: ‘সর্বশক্তির ইংল্যান্ডকেও হারানোর ক্ষমতা রাখে ভারত’, বললেন আত্মবিশ্বাসী কোহলি

ক্লাব কর্তৃপক্ষ ও লগ্নিকারী সংস্থার সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠকের পর খুশির হাওয়া লাল হলুদ শিবিরে৷ এদিন পূর্ব নির্ধারিত সময়ে উপস্থিত হন ক্লাব কর্মকর্তা ও শ্রী সিমেন্ট কর্তৃপক্ষ৷ বৈঠকে ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সদানন্দ মুখোপাধ্যায়, দেবব্রত সরকার। বৈঠকে যাবতীয় সমস্যা মিটিয়ে নেওয়া হয়৷ স্থির হয়, আপাতত ইস্ট বেঙ্গলের ইনভেস্টার থাকছে শ্রী সিমেন্টই৷

 
মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আমি পরশু দিন শ্রী সিমেন্টের কাছে ফের অনুরোধ করেছিলাম৷ সারা বিশ্বে ইস্টবেঙ্গলের একটা ব্র্যান্ড ভ্যালু আছে৷ খেলাটা বন্ধ হয়ে গেলে সবাই খুব দুঃখ পাবে।’’ এর জবাবে শ্রী সিমেন্ট কর্তৃপক্ষ জানায়, তাঁরা এই বছর আইএসএল খেলবে। মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘‘ আইএসএল-এ ইস্ট বেঙ্গলের খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল৷ আমি রেগেও গিয়েছিলাম৷ পরে ওদের আবেদন জানাই৷ এর সঙ্গে কোটি কোটি মানুষের আবেগ জড়িয়ে আছে৷ ইস্টবেঙ্গল সর্মথকরা নিশ্চয়ই খুশি হবেন। মোহনবাগান সমর্থকরাও নিশ্চয়ই খুশি হবেন। তাঁরাও নিশ্চয়ই চান যে ইস্টবেঙ্গল খেলুক। এবার খেলা হবে। আজ বাংলা ফুটবলের জয় হল।’’

আরও পড়ুন- কলকাতা লিগের সূচি প্রকাশ, এখনও অনিশ্চিত মোহনবাগান-ইস্টবেঙ্গলের খেলা

প্রসঙ্গত, চুক্তি নিয়ে ক্লাব ও বিনিয়োগকারী সংস্থার মধ্যে দীর্ঘদিন ধরে সমস্যা চলছিল। যার জেরে ইস্ট বেঙ্গলের আইএসএল খেলাও অনিশ্চিত হয়ে পড়েছিল৷ টার্মশিটে সই হয়ে গেলেও, সমস্যা তৈরি হয়েছিল চুক্তির বেশ কিছু শর্ত নিয়ে৷ যার জেরেই মূল চুক্তিপত্রে সই হচ্ছিল না। সমস্যা সমাধানে মধ্যস্থতাকারী এগিয়ে এলেও জট কাটেনি৷ ফলে সরে দাঁড়াচ্ছিল শ্রী সিমেন্ট৷ এমনকী নবান্নে চিঠি দিয়ে সে কথা জানিয়েও দেয় কর্তৃপক্ষ৷ যা দেখে বিরক্ত হন খোদ মুখ্যমন্ত্রী৷ এরপরেই বুধবার বৈঠক ডাকা হয়৷ মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে কাটে চুক্তি জট৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × one =