লাল-হলুদ শিবিরে সুখবর! উঠে গেল ফিফার নির্বাসন, নতুন ফুটবলার সইয়ে আর বাধা থাকল না

লাল-হলুদ শিবিরে সুখবর! উঠে গেল ফিফার নির্বাসন, নতুন ফুটবলার সইয়ে আর বাধা থাকল না

কলকাতা:  বৃহস্পতিবার এফসি গোয়ার বিরুদ্ধে আইএসএলের ম্যাচ রয়েছে ইস্টবেঙ্গলের। তার ঠিক আগেই সুখবর লাল-হলুদ শিবিরে। আজ, বৃহস্পতিবার দুপুরেই ইস্টবেঙ্গলের উপর থেকে ট্রান্সফার নির্বাসন তুলে নেয় ফিফা। ফলে বাকি মরসুমের জন্য নতুন ফুটবলারদের সই করানোর ক্ষেত্রে আর কোনও বাধা থাকল না ইস্ট বেঙ্গলের কাছে৷ 

আরও পড়ুন- সূর্যর মুকুটে আইসিসি’র পালক! টি-২০ সেরা হলেন ক্রিকেটার

শ্রী সিমেন্ট যখন বিনিয়োগকারী ছিল, সেই সময় ইরানের ফুটবলার ওমিদ সিংকে সই করিয়েছিল ইস্টবেঙ্গল। তাঁকে লাল-হলুদ জার্সিতে দেখা না গেলেও, তাঁর চুক্তির টাকা বাকি পড়েছিল। ওমিদ এ বিষয়ে নালিশ করতেই লাল হলুদ শিবিরের উপরে ট্রান্সফার নির্বাসন চাপিয়ে দেয় ফিফা। এর পরেই সেই টাকা মিটিয়ে দেওয়া হয়। ইরানবাসী ওমিদ সেই টাকা পেয়ে গিয়েছেন বলেও ফিফার কাছে জানিয়ে দেন। এর পরেই নির্বাসন তুলে নেয় ফিফা৷

চলতি আইএসএলে একের পর এক ম্যাচে অত্যন্ত খারাপ পারফরম্যান্স করছে ইস্টবেঙ্গল। যার জেরে কোচ স্টিভন কনস্ট্যান্টাইনের আসনও টলোমলো। ট্রান্সফার উইন্ডোর আর মাত্র কয়েক দিন বাকি রয়েছে৷ তার মধ্যেই কিছু ফুটবলারকে সই করানোর ভাবনাচিন্তা করা হচ্ছে। যেমন কলকাতায় এসেও এই নিষেধাজ্ঞার জেরে খেলতে পারছিলেন না জেক জার্ভিস। তাঁকে সবার আগে সই করানো হবে বলে খবর। এ ছাড়াও স্টিভন আরও ফুটবলারকে বেছে রেখেছেন বলে জানা যাচ্ছে। তাঁদের সকলকেই একে একে সই করানো হবে। তবে বৃহস্পতিবারের পর ইস্টবেঙ্গলের হাতে রইল মাত্র পাঁচটি ম্যাচ। ফলে নতুন ফুটবলারদের সই করালেও এ যাত্রায় প্রথম ছয়ে ওঠার আশা খুবই ক্ষীণ।