India vs England: ৭৮-এ ধরাশায়ী ভারত! রেকর্ড গড়ে প্রথম ইনিংসে ‘আয়ারাম-গয়ারাম’ কোহলি অ্যান্ড কোং

India vs England: ৭৮-এ ধরাশায়ী ভারত! রেকর্ড গড়ে প্রথম ইনিংসে ‘আয়ারাম-গয়ারাম’ কোহলি অ্যান্ড কোং

লিডস: ঝোড়ো ইংরেজি হাওয়ায় তছনছ হয়ে গেল ভারত। হেডিংলিতে তৃতীয় টেস্টের প্রথম ইনিংসেই ইংরেজ বোলারদের দাপটে কাবু ভারতের ব্যাটসম্যানরা। ইতিহাস গড়ে প্রথম ইনিংসে মাত্র ৭৮ রানের গুটিয়ে গেল ভারত। ইংল্যান্ডের মাটিতে টেস্ট ক্রিকেটে ভারতের তৃতীয় সর্বনিম্ন রানের নজির গড়লো বিরাট কোহলির ভারত। বিশ্বের দুই নম্বর টেস্ট দলের ব্যাটসম্যানরা হেডিংলির সবুজ ঘূর্ণি পিচে এলেন আর গেলেন। রোহিত আর রাহানেকে বাদ দিলে গোটা দলে আর কেউই স্কোরবোর্ডে দুই সংখ্যার রানেও পৌঁছতে পারেননি। ভারতের ৭৮ রানের জবাবে ব্যাট করতে নেমেও দুরন্ত শুরু করেছে ইংল্যান্ডের দুই ওপেনার। প্রথম দিনের শেষে বিনা উইকেটে ব্রিটিশরা ১২০ রান করেছে। ৪২ রানে এগিয়ে আছে জো রুটের ইংল্যান্ড। 

ঐতিহাসিক লর্ডস টেস্টে দুরন্ত জয় পেয়ে আত্মবিশ্বাসে ফুটছিল গোটা ভারতীয় দল। কিন্তু তৃতীয় টেস্টে হেডিংলির বাইশ গজ তাদের কাছে ভয়ের কারণ। বর্তমান ভারতীয় দলে কারোরই হেডিংলিতে খেলার কোনো অভিজ্ঞতা নেই। তাই বুধবার টসে জিতেই বিরাট কোহলি প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন। কিন্তু সেই সিদ্ধান্ত এমন উল্টো প্রভাব ফেলবে তা কি জানতেন তিনি? ব্যাট করতে নেমে জেমস অ্যান্ডারসনের প্রথম আগুনে স্পেলেই ছারখার হয়ে গেল ভারত। অ্যান্ডরসনের বলে পরপর সারি বেঁধে সাজঘরে ফেরেন কে এল রাহুল (৪ বলে ০ রান), চেতেশ্বর পূজারা (৯ বলে ১ রান), বিরাট কোহলি (১৭ বলে ৭ রান)। কোনোমতে টিকে থাকেন রোহিত শর্মা। প্রথম স্পেলে ৮ ওভার বল করে অ্যান্ডারসন ৫ রান দিয়ে ৩ উইকেট নেন। এখানেই ভারতের কোমর ভেঙে যায়। চতুর্থ উইকেটে ছোট্ট পার্টনারশিপ গড়েন রোহিত আর রাহানে। কিন্তু মধ্যাহ্নভোজনের বিরতির ঠিক আগে রাহানেকেও (৫৪ বলে ১৮ রান) সাজঘরে পাঠান ওলি রবিনসন। 

দ্বিতীয় সেশনের শুরুতেই অযথা শরীরের অনেক বাইরের বলে খেলতে গিয়ে উইকেটকিপার বাটলারের হাতে সহজ ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন ঋষভ পন্থও। ভারতের প্রথম ৫টি উইকেটের পাঁচটি ক্যাচই শেষ হয় উইকেটকিপার জশ বাটলারের দস্তানায়। এরপর চাপ না নিতে পেরে ক্রেগ ওভারটনের বলে অপ্রয়োজনীয় শট খেলতে গিয়ে রবিনসনের হাতে ক্যাচ ধরিয়ে আউট হন রোহিত শর্মা (১০৫ বলে ১৯ রান)। তিনিই ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ রান করেছেন। এরপরের বলেই আউট হন মহম্মদ শামি। স্যাম কারেনের বলে এলবিডব্লিউ আউট হন রবীন্দ্র জাদেজাও। পরের বলেই একই আউট হন যশপ্রীত বুমরাহ। শেষকালে ইশান্ত শর্মার (১০ বলে ৮ রান) দৌলতে আরেকটু বাড়ে ভারতের রান। তবে উল্টোদিকের মহম্মদ সিরাজকে আউট করে ভারতের ইনিংস শেষ করে ক্রেগ ওভারটন। তিনটি করে উইকেট নেন ওভারটন ও অ্যান্ডারসন, দুটি করে উইকেট নেন স্যাম কারেন ও ওলি রবিনসন। 

জবাবে ব্যাট করতে নেমে এখনও পর্যন্ত বিনা উইকেটে ১২০ রান করেছে ইংরেজ ব্যাটসম্যানরা। ভারতের বোলাররা এখনও ইংরেজ ওপেনারদের কোনোরকম চ্যালেঞ্জ ছুঁড়ে দেয়নি। ১২৫ বলে ৫২ রান করে একদিকে অপরাজিত আছেন রোরি বার্নস, অন্যদিকে ১৩০ বলে ৬০ রানে রয়েছেন হাসিব হামিদ। আপাতত ৪২ রানে এগিয়ে রয়েছে ইংল্যান্ড। প্রথম দিনের পুরো খেলাতেই দাপট দেখিয়েছে জো রুটের দল। দ্বিতীয় দিনে ভারত কোনোভাবে ম্যাচে ফিরতে পারে কি না সেটাই দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − ten =