নয়াদিল্লি: কমনওয়েলথ গেমসে দুর্দান্ত ফর্মে ওমেন ইন ব্লু৷ বার্বাডোজকে ১০০ রানে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে গেলেন হরমনপ্রীত কউরের বাহিনী। বিসমা মারুফের পাকিস্তানকে হারালেও ভারতের বিরুদ্ধে এঁটে উঠতে পারল না ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের দেশ৷ এদিন ৪ উইকেটে ১৬২ রান তোলে ভারত৷ জবাবে ব্যাট করতে নেমে ১০০ পেরতে পারেনি বার্বাডোজ৷ ৮ উইকেট হারিয়ে মাত্র ৬২ রান তোলে তারা।
টস জিতে এদিন ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠান বার্বাডোজ অধিনায়ক হেইলি ম্যাথিউজ। কিন্তু, শুরুটা ভাল হয়নি ভারতের। পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত ব্যাটিং করা ওপেনার স্মৃতি মন্ধানা মাত্র ৭ বলে ৫ রান করে প্যাভিলিয়নে ফেরেন। স্মৃতি ফিরলেও চাপে পড়তে হয়নি ভারতকে৷ আরেক ওপেনার শেফালি বর্মা এবং তিন নম্বরে ব্যাট করতে নামা জেমিমা রড্রিগেজের দুরন্ত ব্যাটিং ভারতকে ভাল জায়গায় পৌঁছে দেয়। দ্বিতীয় উইকেটের জুটিতে তাঁরা যোগ করেন ৭১ রান। ধুন্ধুমার ব্যাটিংয়ে ২৬ বলে ৪৩ রান করেন শেফালি। ৭টি চার এবং ১টি ছয় দিয়ে সাজিয়ে দেন তাঁর ইনিংস৷ জেমিমা ৪৬ বলে ৫৬ রান করে অপরাজিত থাকেন। তাঁর ব্যাট থেকে এসেছে ৬টি চার এবং ১টি ছয়। চার নম্বরে নেমে অধিনায়ক হরমনপ্রীত কোনও রানই যোগ করতে পারেননি৷ পাঁচ নম্বরে নামেন মহিলা ক্রিকেট টিমের উইকেটরক্ষক-ব্যাটার তানিয়া ভাটিয়া৷ তিনি যোগ করেন মাত্র ৬ রান৷ তাঁরা ব্যর্থ না হলে ভারতের রান আরও বেশি হতে পারত। শেষ দিকে নেমে দীপ্তি শর্মার ব্যাট থেকে আসে ২৮ বলে ৩৪ রান। তাঁর ইনিংসে রয়েছে ২টি চার এবং ১টি ছয়।
১৬৩ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে শুরু থেকেই হোঁচট খেতে হয় তাঁদের৷ নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকেন ক্যারিবিয়ানরা। অভিজ্ঞ ব্যাটার কিশোনা নাইট ২০ বলে মাত্র ১৬ রান যোগ করেই ফেরেন সাজঘরে৷ তিনি ছাড়া দু’অঙ্কের রান করে নয় নম্বরে নামা সেলম্যান (অপরাজিত ১২)। ভারতীয় ফাস্চ বোলিং-এর সামনে কার্যত দাঁড়াতেই পারলেন না বার্বাডোজের ব্যাটাররা৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>
