লিডস: লজ্জার ৭৮-এর নজির গড়লো বিরাট কোহলির ভারত। হেডিংলিতে তৃতীয় টেস্টের প্রথম দিনেই একগুচ্ছ রেকর্ড গড়ে প্রথম ইনিংসে মাত্র ৭৮ রানে অলআউট হয়ে গেল ভারতীয় দল। ইংল্যান্ডের মাটিতে এটাই ভারতীয় ক্রিকেট ইতিহাসে তৃতীয় সর্বনিম্ন রান। আবার টেস্টের প্রথম দিনে ব্যাট করার ক্ষেত্রেও এটি ভারতের তৃতীয় সর্বনিম্ন রান। প্রথম ইনিংসে ভারতের ৭৮ রানের জবাবে ইংল্যান্ড ব্যাট করতে নেমে কোনো উইকেট না খুইয়ে ১২০ রান করেছে। দুই ওপেনার বার্নস ও হামিদ, দুজনেই অর্ধশতরানের গণ্ডি পার করেছেন। প্রথম দিনের খেলা শেষে ৪২ রানে এগিয়ে রয়েছে ইংল্যান্ড।
বুধবার হেডিংলিতে ভারতের ক্রিকেট ইতিহাসে ইংল্যান্ডের মাটিতে তৃতীয় সর্বনিম্ন রান ৭৮-এ অলআউট হয়ে গিয়েছে ভারত। ইংরেজ বোলারদের দাপটে দাঁড়াতেই পারেনি ভারতীয় ব্যাটসম্যানরা। প্রথম স্পেলেই ৮ ওভার বল করে ৫ রান দিয়ে কে এল রাহুল, চেতেশ্বর পূজারা এবং বিরাট কোহলির উইকেট তুলে নেন জেমস অ্যান্ডারসন। প্রাথমিক এই ধাক্কা আর সামলে উঠতে পারেনি ভারত।
১৯৭৪ সালে লর্ডসে ভারতীয় দল ইংল্যান্ডের প্রথম ইনিংসের ৬২৯ রান করতে গিয়ে ফলোঅন এড়াতে পারে না। দ্বিতীয়বার ব্যাট করতে নেমে ভারত মাত্র ৪২ রানে অলআউট হয়ে যায়। ইংরেজরা এক ইনিংস ও ২৮৫ রানে সেই ম্যাচ জিতে যায়। এটাই ইংল্যান্ডের মাটিতে ভারতের সর্বনিম্ন রান। তার আগে ১৯৫২ সালে ম্যাঞ্চেস্টারে ইংল্যান্ড প্রথম ইনিংসে ৩৪৭ রান করে। যার জবাবে মাত্র ৫৮ রানে অলআউট হয়ে ফলোঅন খায় ভারত। এই রান ইংল্যান্ডের মাটিতে ভারতের দ্বিতীয় সর্বনিম্ন রান। ফলোঅনে দ্বিতীয়বার ব্যাট করতে নেমেও ভারত ৮২ রানে অলআউট হয়ে যায়। এক ইনিংস ও ২০৭ রানে ম্যাচ জিতে যায় ইংরেজরা। তারপর এতদিনে ভারতীয় দল ইংল্যান্ডে একশোর কমে গুটিয়ে গেল।
প্রথমে ব্যাট করার ক্ষেত্রেও ভারতের এটি তৃতীয় সর্বনিম্ন রানসংখ্যা। ১৯৮৭ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৭৫ রানে এবং ২০০৮ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৭৬ রানে অলআউট হয়ে যায় ভারত। সেইদিক দিয়েও ভারতের এটি তৃতীয় সর্বনিম্ন রান।