লন্ডন: ভারতীয় ক্রিকেট টিমের জয়ের কুশীলব মানেই রোহিত শর্মা, শিখর ধবন, বিরাট কোহলিদের ঝোড়ো ইনিংস৷ তাঁরা ব্যর্থ হলেই ম্যাচ হারবে ভারত! তরুণ ক্রিকেটাররা কবে ভারতকে ম্যাচ জেতাতে পারবে? এ নিয়ে যাবতীয় আলোচনা-সমালোচনার জবাব দিলেন ঋষভ পন্থ। রবিবার ম্যাঞ্চেস্টারে পন্থের দুর্দান্ত সেঞ্চুরির সৌজন্যেই ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ জিতল ভারত৷ তাঁর শতরান বুঝিয়ে দিল ভারতের পরের প্রজন্মও ম্যাচ জেতানোর ক্ষমতা রাখে৷
আরও পড়ুন- একাধিক ব্যবসায় বিনিয়োগ করে ‘হেলিকপ্টার শট’ ধোনির! জানেন কোথায় কোথায় বিনিয়োগ রয়েছে মাহির?
অলরাউন্ডার হার্দিক পাণ্ড্যকে সঙ্গে নিয়ে দুর্দান্ট ইনিংস খেললেন পন্থ৷ যার দৌলতে রবিবার পাঁচ উইকেটে জিতল ভারত। এক দিনের সিরিজে জিতল ২-১ ব্যবধানে। কিন্তু, ভারতের সিরিজ জয়ের দিনেও বড় রান উপহার দিতে পারলেন না বিরাট কোহলি৷
এদিন টস জিতে ইংল্যান্ডকে প্রথমে ব্যাট করতে পাঠান অধিনায়ক রোহিত। শূন্য রানে জনি বেয়ারস্টো এবং জো রুটকে প্যাভিলিয়নে ফিরিয়ে শুরুতেই চমক দিয়েছিলেন মহম্মদ সিরাজ। চোটের কারণে দলের বাইরে থাকা যশপ্রীত বুমরার জায়গায় তাঁকে মাঠে নামিয়েছিল ভারত। ইংল্যান্ডকে শুরুতে ধাক্কা দেন তিনিই। ম্যাঞ্চেস্টারের পিচে গোড়া থেকেই সুইং পাচ্ছিলেন সিরাজরা। তবে মহম্মদ শামি কোনও উইকেট তুলতে পারেননি। প্রথম ওভারেই তাঁর বলে তিনটি চার মারেন জেসন রয়। এর পর ব্রিটিশ ব্রিগেডের রান গড়ার দায়িত্ব সামলাতে থাকেন বেন স্টোকস এবং জেসন রয়৷ কিন্তু, তাঁদের জুড়ি ভেঙে জু’জনকেই ফিরিয়ে দেন হার্দিক পাণ্ড্য। প্রথম দিকের ব্যাটাররা দ্রুত ফিরে গেলেও ক্রিজ আঁকড়ে লড়াই চালিয়ে যান অধিনায়ক জস বাটলার৷ তাঁকে যোগ্য সঙ্গত দেন মইন আলি। দু’জনে উপহার দেন ৭৫ রান।
এদিকে, ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ নির্ণায়ক ম্যাচে সকলের নজর ছিল কোহলির দিকে৷ তিনি এমন পরিস্থিতিতে ব্যাট করতে নেমেছিলেন, যখন দল তাঁর কাছ থেকে রানের প্রয়োজন ছিল দলের৷ কিন্তু, রানের খড়া কাটল না এদিনও৷ ইংল্যান্ডের বিরুদ্ধে রান তাড়া করতে নেমে শুরুতেই ফিরে যান ওপেনার শিখর ধাওয়ান (১)। রোহিত শর্মার সঙ্গে ক্রিজে যোগ দেন কোহলি। তবে তাঁদের জুটি কোনও চমক দিতে পারেনি৷ ধাওয়ানের পর টপলি ফেরান রোহিতকে (১৭)৷ এর পর তুলে নেন কোহলির উইকেট (১৭)৷ উইকেটের পিছনে তাঁর ব্যাটের খোঁচায় উড়ে যাওয়া বল তালুবন্দি করেন বাটলার। দ্রুত তিন উইকেট হারিয়ে ভারতের স্কোর বোর্ড তখন ৩৮। রান পাননি সূর্যকুমার যাদবও৷ তিনি যোগ করেন মাত্র ১৬ রান। ৭২ রানে চার উইকেট হারিয়ে ধুঁকতে থাকা ভারতকে ম্যাচ ফেরান হার্দিক পাণ্ড্য এবং ঋষভ পন্থ। দুর্দান্ত সেঞ্চুরি করে ম্যাচ বার করে আনেন পন্থ৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>