Tokyo Paralympics 2020: আরও এক সোনা এল ঘরে! একই ইভেন্টে মিলল রুপোও

Tokyo Paralympics 2020: আরও এক সোনা এল ঘরে! একই ইভেন্টে মিলল রুপোও

টোকিয়ো: জন্ম থেকে ডান হাত তুলতে অক্ষম। তবে বাঁ হাত আছে তো। আর সেই হাতেই কামাল করলেন মনীশ নারওয়াল। প্যারালিম্পিক্সে ৫০ মিটার পিস্তল ইভেন্টে দেশকে সোনা এনে দিলেন তিনি। এই একই ইভেন্টে রুপো জিতলেন ভারতের সিংহরাজ আদানা। ১৯ বছরের সোনাজয়ী মনীশের স্কোর ছিল ২১৮.২। রুপো জয়ী সিংহরাজের স্কোর ২১৬.৭। টোকিয়ো প্যারালিম্পিক্সে ভারতের পদক সংখ্যা এই মুহূর্তে ১৫। যা সর্বকালের রেকর্ড। এখনও কতকগুলি ইভেন্টে পদক পাওয়ার আশা রয়েছে। 

প্রাথমিক ১০টি শটের পর এই ইভেন্টে প্রথম স্থানে ছিলেন সিংরাজ। পঞ্চম স্থানে ছিলেন মণীশ নারওয়াল। তবে পরবর্তীতে দুই শটের রাউন্ডগুলিতে ক্রমাগত ১০ পয়েন্টের ওপর শট মারেন মণীশ। শেষ পর্যন্ত সিংহরাজকে টপকে তিনি সোনা নিশ্চিত করেন। তবে সিংহরাজের রুপো জয় কেউ আটকাতে পারেনি। সেই হিসেবে আজ প্যারালিম্পিক্সের ১১তম দিনের সকালে একই ইভেন্টে জোড়া পদক জিতল ভারত।  

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen + seven =