নয়াদিল্লি: অল্পের জন্য প্যারিসে পদক জেতা হয়নি তাঁর৷ তবে অলিম্পিক্সের পর ভারতীয় এই কুস্তিগিড়ের চাহিদা বেড়েছে হু হু করে৷ এক লাফে দঙ্গল-কন্যা ভিনেশ ফোগাটের সম্পত্তি বেড়েছে প্রায় সাতগুণ৷ প্যারিস অলিম্পিকের আগে ভিনেশের মোট সম্পদ ছিল প্রায় ৫ কোটি টাকা। এখন তা বেড়ে হয়েছে ৩৬.৫ কোটি৷ কুস্তিগিড়ের গ্যারাজে শোভা পাচ্ছে তিনটি বিলাসবহুল গাড়ি৷ ৫ লক্ষ টাকার টয়োটা ফ্রন্টরানা, ২৮ লক্ষ টাকার টয়োটা ইনোভার পাশাপাশি ভিনেশের গ্যারাজে শোভা পাচ্ছে ১.৮ কোটি টাকার মার্সিডিজ GLE।
মূলত বিজ্ঞাপন থেকেই বেড়েছে ভিনেশের আয়৷ অলিম্পিক্সে যাওয়ার আগে বিজ্ঞাপন পিছু কমবেশি ২৫ লক্ষ টাকা পারিশ্রমিক নিতেন এই দঙ্গল গার্ল। অলিম্পিক্সে সাফল্যের পর প্রায় ৩ গুণ পারিশ্রমিক বাড়িয়ে দিয়েছেন তিনি। এখন প্রতিটি বিজ্ঞাপনের জন্য ৭৫ লক্ষ টাকা পারিশ্রমিক চাইছেন ভিনেশ। কোনও কোনও ক্ষেত্রে অঙ্কটা পৌঁছে যাচ্ছে কোটিতে। প্যারিস অলিম্পিক্সের পর যে ভাবে ভিনেশের জনপ্রিয়তা বেড়েছে, তারই প্রভাব পড়েছে বিজ্ঞাপনী বাজারে৷ বিজ্ঞাপনী আয়ের পাশাপাশি ক্রীড়া মন্ত্রক থেকে বার্ষিক ৬ লক্ষ টাকা বেতনও পাচ্ছেন কুস্তিগির৷ তবে বিজ্ঞাপন থেকেই মূলত বিরাট অঙ্কের উপার্জন করছেন এই তারকা কুস্তিগির।