ইতিহাস লিখে অলিম্পিক্সে মেয়েদের হকির সেমিফাইনালে রানিরা

ইতিহাস লিখে অলিম্পিক্সে মেয়েদের হকির সেমিফাইনালে রানিরা

টোকিও: টোকিও অলিম্পিক্সে রানিদের সফল শুরু হয়েছিল হারের মধ্যে দিয়ে৷ প্রথম তিনটি ম্যাচেই পরাজিত হয়েছিল ভারতের মহিলা হকি দল৷ ফলে সেমিফাইনালে ওঠা দূর, তাঁরা পরের রাউন্টে পৌঁছতে পারবে কিনা, তা নিয়েও সংশয় ছিল৷ কিন্তু সেখান থেকেই ঘুরে দাঁড়ল রানি রামপালের দল৷ পুরুষদের মতো টোকিও অলিম্পিক্সের শেষ চারে পৌঁছে গেল ভারতের মহিলা হকি দল৷ তিনবারের অলিম্পিক্স চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে ছিটকে দিয়ে সেমিফাইনালে উঠে ইতিহাস গড়ল ভারত৷     

আরও পড়ুন-সাফল্য মনপ্রীতদের! ৪১ বছর পর অলিম্পিক্স হকির সেমিফাইনালে ভারত

অলিম্পিক্সে রানিদের প্রথম ম্যাচ ছিল নেদারল্যান্ডের বিরুদ্ধে৷ সেই ম্যাচে ভারত হেরেছিল ১-৫ ব্যবধানে৷ ওই ম্যাচে একমাত্র গোল করেছিলেন রানি৷ পরের ম্যাচে ০-২ ব্যবধানে জার্মানির কাছে পরাজয়৷ তৃতীয় ম্যাচে ১-৪ ব্যবধানে হারে গ্রেট ব্রিটেনের কাছে৷ এর পরেই তাঁরা অসাধারণ কামব্যাক করে৷ শেষ দুটি ম্যাচে জয়ী হয় ভারত৷ আজকের ম্যাচে দুর্ভেদ্য হয়ে উঠেছিলেন গোলকিপার সবিতা৷ অস্ট্রেলিয়ার ৯টি পেনাল্টি কর্নার আটকান তিনি৷ অথচ একটি পেনাল্টি কর্ণার পেয়েই বাজিমাত করে ভারত৷ গোল করেন গুরজিত কউর৷ ভারত এগিয়ে যায় ১-০৷ তিন বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নিজেদের উজার করে দেন রানিরা৷ লেখেন নতুন ইতিহাস৷ উল্লেখ্য ৪১ বছর পর ভারতের পুরুষ দলও অলিম্পিক্সে সেমিফাইনালে উঠেছে৷ 

এর আগে মাত্র দু’বার অলিম্পিক্সে অংশ নিয়েছিল ভারতের মহিলা হকি দল৷ ১৯৮০ সালে চতুর্থ হয়েছিল তাঁরা৷ ২০১৬ সালে শেষ করেছিল দ্বাদশ স্থানে৷ এবার রানিদের হাত ধরে পদক জয়ের স্বপ্ন দেখছে ভারত৷  
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 + 8 =