ওজন-বিতর্কে অলিম্পিক্স সংস্থা! ভিনেশ ও তাঁর কোচের উপরেই দায় চাপালেন পিটি ঊষা

নয়াদিল্লি:  ওজন সামান্য বেশি থাকায় অলিম্পিক্সে সোনার লড়াই থেকে ছিটকে যান ভারতীয় কুস্তিগির ভিনেশ ফোগাট৷ তাঁর পাশে দাঁড়ায় ভারতীয় অলিম্পিক্স সংস্থা। কিন্তু কুস্তিগিরের ওজন না…

vinesh F

নয়াদিল্লি:  ওজন সামান্য বেশি থাকায় অলিম্পিক্সে সোনার লড়াই থেকে ছিটকে যান ভারতীয় কুস্তিগির ভিনেশ ফোগাট৷ তাঁর পাশে দাঁড়ায় ভারতীয় অলিম্পিক্স সংস্থা। কিন্তু কুস্তিগিরের ওজন না কমার দায়ভার নিতে নারাজ তারা৷ ভিনেশের ওজন কেন ১০০ গ্রাম বেশি হল, সেই দায় তাঁর কোচের উপরেই চাপালেন অলিম্পিক্স সংস্থার প্রধান পিটি ঊষা।

ভিনেশ অলিম্পিক্সের ফাইনাল থেকে ছিটকে যেতেই প্রশ্ন ওঠে ভারতীয় অলিম্পিক্স সংস্থার পাঠানো মেডিক্যাল দলকে নিয়ে৷ দীনশ পারদিওয়ালার নেতৃত্বাধীন সেই মেডিক্যাল দল ঠিক মতো কাজ করতে পারেনি বলেই অভিযোগের আঙুল ওঠে৷ এর পরেই একটি বিবৃতিতে পিটি ঊষা বলেন, “কুস্তি, ভারোত্তোলন, বক্সিং, জুডোর মতো খেলাগুলির ক্ষেত্রে একজন খেলোয়াড়ের ওজন কমানো বা বাড়ানোর দায় পুরোপুরি তাঁর ও তাঁর কোচিং দলের উপরেই বর্তায়। এক্ষেত্রে চিফ মেডিক্যাল অফিসার পারদিওয়াল ও তাঁর দলের কোনও ভূমিকা নেই। তাঁদের সমালোচনাও কাম্য নয়। কোনও সিদ্ধান্তে আসার আগে সকলের একবার ভেবে দেখা উচিত।”