অস্ট্রিয়াকে কালঘাম ছুটিয়ে কোয়ার্টার ফাইনালে ইতালি

অস্ট্রিয়াকে কালঘাম ছুটিয়ে কোয়ার্টার ফাইনালে ইতালি

​​​​​

লন্ডন: ইউরো ২০২০-তে এই প্রথম জোর প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হল অপরাজেয় ইতালিকে। প্রি-কোয়ার্টার ফাইনালে অস্ট্রিয়াকে হারাতে গিয়ে বেশ বেগ পেতে রাবার্তো‌ মানচিনির দলকে। ২-১ গোলে শেষ পর্যন্ত অস্ট্রিয়াকে হারিয়ে কোনোমতে কোয়ার্টার ফাইনালে উঠলো ইতালি। নির্ধারিত ৯০ মিনিটের পরও খেলা গড়িয়েছিল ৩০ মিনিটের এক্সট্রা টাইমে। গোটা ম্যাচের তিনটি গোলই হয় এই এক্সট্রা টাইমে।

গ্রুপ পর্যায়ের খেলায় ৩ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে থেকে রাউন্ড অফ ১৬-তে উঠেছিল ইতালি। প্রি-কোয়ার্টার ফাইনালে তুলনামূলকভাবে দূর্বল অস্ট্রিয়াকে সামনে পেয়ে উৎফুল্ল ছিল রবার্তো মানচিনির ছেলেরা। কিন্তু প্রতিযোগীতায় এই প্রথম প্রতিপক্ষকে হারাতে গিয়ে কালঘাম ছুটে যায় ইতালির। ম্যাচের প্রথম থেকেই ইতালির মতো হেভিওয়েট দলের সামনে ব্যাপক আক্রমণাত্মকভাবে খেলা শুরু করেছিল অস্ট্রিয়া। এদিন অস্ট্রিয়ার খেলা ফুটবল দুনিয়ায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। শুধু প্রথমার্ধ নয়, দ্বিতীয়ার্ধেও কোনো গোল হয়নি। নির্ধারিত ৯০ মিনিটের পর খেলা গড়ায় এক্সট্রা টাইমে। সেই এক্সট্রা টাইমের ৯৫ মিনিটে গোল করে ইতালিকে প্রথমবার এগিয়ে দেন ফেডেরিকো চিয়েসা।

ঠিক ১০ মিনিট পরেই অস্ট্রিয়াকে দ্বিতীয় ধাক্কাটি দেন পরিবর্ত হয়ে নামা মাত্তেও পেসিনা। বাঁ পায়ের জোরালো শটে জালে কাঁপিয়ে ইতালিকে ২-০ গোলে এগিয়ে দেন পেসিনা। ১১৪ মিনিটে কর্নার থেকে কোনোরকমে বলে মাথা ছুঁইয়ে গোল করে অস্ট্রিয়াকে ম্যাচে ফেরানোর চেষ্টা করেন সাসা কালাদজিচ। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। তাও প্রশংসনীয় অস্ট্রিয়াই প্রথম দীর্ঘ একবছরেরও বেশি সময় পর ইতালির বিরুদ্ধে গোল করতে সক্ষম হল। ২০২০ সালে শেষবার গোল খেয়েছিল রবার্তো মানচিনির দল। তবে ১ গোলে খুব একটা ক্ষতি হয়নি। ২-১ গোলে অস্ট্রিয়াকে হারিয়ে ইউরো কাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল ইতালি। পাশাপাশি, এই ম্যাচ জিতে টানা ৩১ ম্যাচ অপরাজিত থেকে দীর্ঘ ৮২ বছরের বছরের রেকর্ড ভেঙে দিল রবার্তো মানচিনির এই ইতালি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen + 17 =