জয় দিয়ে ইউরো শুরু ইতালির, শনিবার নামছে রেড ডেভিলসরা

জয় দিয়ে ইউরো শুরু ইতালির, শনিবার নামছে রেড ডেভিলসরা

 

বিশ্বজুড়ে শুরু ফুটবলের মরসুম। একদিকে রবিবার রাত থেকে শুরু হচ্ছে কোপা আমেরিকা। অন্যদিকে শুক্রবার থেকেই ইউরো কাপের মধ্যে দিয়ে ফুটবল উৎসবের ঢাকে কাঠি পড়ে গেল বিশ্বে। করোনার কারণে এমনিতেই বিশ্বের অধিকাংশ দেশে চলছে সম্পূর্ণ বা আংশিক লকডাউন। ফলে অধিকাংশ মানুষ এমনিতেই গৃহবন্দি। আর ফুটবল প্রেমীদের কাছে চলে এল বিনোদনের ফেরারিট ফেস্টিভ্যাল।

রাত জেগে ফুটবল উৎসব উপভোগ করা শুরু করে দিয়েছেন আট থেকে আশি সকলেই। সাড়ম্বরে বর্ণাঢ্য উদ্বোধণী অনুষ্ঠানের মধ্যে শুক্রবার শুরু হল ইউরো কাপ। ইউরো কাপের শুরুতেই তুরস্ককে বিশাল ব্যবধানে ৩-০ গোলে হারিয়ে দুরন্ত জয় ছিনিয়ে নেয় আজুরিরা। ২০১৮ বিশ্বকাপে যোগ্য অর্জন করতে পারেনি ইতালি। ৩ বছর পেরিয়ে গিয়েছে। সেই ব্যর্থতাই যেন এবারের ইউরোয় মোটিভেশন ইতালির কাছে। টুর্নামেন্ট শুরুর আগে এই ভাবেই দলের ফুটবলারদের সাহস যুগিয়ে ছিলেন অধিনায়ক চিয়েল্লিনির। যার ফল ইতালি পেল প্রথম ম্যাচেই। প্রথম ম্যাচে জয়ের পর আত্মবিশ্বাস বেড়ে গিয়েছে বহুগুন।

আর এবার শনিবার রাতে ইউরো অভিযান শুরু করছে রেড ডেভিলসরা। ফুটবল বিশেষজ্ঞদের মতে এবারের ইউরোয় হট ফেভারিট বেলজিয়াম। ইউরো অভিযানে অবশ্য প্রধান তারকাদের ছাড়াই দল সাজাতে হচ্ছে বেলজিয়ামের কোচকে। চোটের কারণে নেই কেভিন ডি ব্রুইন। ইডেন হ্যাজার্ড আর উইটসেলকে নিয়েও ঝুঁকি নিতে চাননি মার্টিনেজ। তাই রাশিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচে বেলজিয়ামের আকর্ষণের কেন্দ্রবিন্দু অধিনায়ক রোমেলু লুকাকু। আক্রমণে তাঁর সঙ্গী মার্টেনস আর  হ্যাজার্ড। ভারতীয় সময় রাত ১২টা ৩০ মিনিটে মুখোমুখি হবে বেলজিয়াম ও রাশিয়া। শনিবার ইউরো কাপে তিনটি ম্যাচ রয়েছে। অপর দুটি ম্যাচে মুখোমুখি হবে ওয়েলস বনাম সুইৎজারল্যান্ড, ডেনমার্ক বনাম ফিনল্যান্ড। তবে তিনটি ম্যাচের মধ্যে বেলজিয়ামের ম্যাচ সবথেকে হাইভোল্টেজ হতে চলেছে, এমনটা একবাক্যে স্বীকার করবেন ফুটবল সমর্থকরা। সূত্রের খবর শনিবার রাতে ৩-৪-২-১ ফর্মেশনেই দল সাজানোর পরিকল্পনা বেলজিয়ামের কোচের। রাশিয়ার বিরুদ্ধে বেলজিয়ামের রেকর্ড বরাবরই ভালো। আর সেই রেকর্ড ধরে রাখতে মরিয়া বেলজিয়াম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 5 =