২২ গজের বাইরে প্রথম ভারতীয় হিসেবে নয়া রেকর্ড কোহলির, নিজেই জানালেন সে কথা

২২ গজের বাইরে প্রথম ভারতীয় হিসেবে নয়া রেকর্ড কোহলির, নিজেই জানালেন সে কথা

নয়াদিল্লি:  বিরাট জ্বরে আক্রান্ত বহু ক্রিকেটপ্রেমী৷ তবে দীর্ঘ দিন ২২ গজে ব্যাট হাতে জ্বলে ওঠেননি বিরাট। ২০১৯ সালের পর তাঁর ব্যাট থেকে আসেনি একটিও শতরান৷ প্রিয় তারকাকে পুরনো ছন্দে দেখতে মরিয়া ক্রিকেটপ্রেমীরা। ব্যাট হাতে বিরাট ফের করে জ্বলে উঠবেন তা সত্যিই জানা নেই। তবে মাঠে না হলেও মাঠের বাইরে নয়া রেকর্ড গড়লেন বিরাট কোহলি। ইনস্টাগ্রামে নিজেই শেয়ার করলেন সেই কথা।

আরও পড়ুন- সৌরভের কথা শুনে CAB’কে নতুন জমি দিল রাজ্য, ডুমুরজলার বদলে স্টেডিয়াম হবে রাজারহাটে

সোশ্যাল মিডিয়ায় কার্যত নজির গড়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক৷ প্রথম ভারতীয় হিসেবে ইনস্টাগ্রামে ২০০ মিলিয়ন অর্থাৎ ২০ কোটি ফলোয়ার্স হয়ে গেল তাঁর। এককথায় জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গেলেন কোহলি। একটি স্পেশ্যাল ভিডিও পোস্ট করে ভক্তদের নিজেই এই সুখবর দিয়েছেন। সেই সঙ্গে সকলকে ধন্যবাদও জানিয়েছেন প্রাক্তন অধিনায়ক। তাঁর পোস্ট করা ভিডিওতে কোহলির নানা মুহূর্ত ধরা পড়েছে। জাতীয় দলে তাঁর পারফরম্যান্স থেকে অধিনায়ক কোহলির কীর্তি, তাঁর ফিটনেস ট্রেনিং থেকে স্ত্রী অনুষ্কা শর্মার সঙ্গে কাটানো সময়- সবটাই উঠে ধরা পড়েছে সেখানে। ওই  ভিডিয়োর ক্যাপশনে কোহলি লিখেছেন, “২০০ মিলিয়ন শক্তি। আপনাদের সকলকে ধন্যবাদ।”

তবে শুধু ইনস্টাগ্রামেই নয়, ফেসবুক, টুইটারের মতো সোশ্যাল প্ল্যাটফর্মেও দারুণ জনপ্রিয় এই ক্রিকেট তারকা। ফেসবুকে ৪৯ মিলিয়নেরও বেশি ইউজার ফলো করেন প্রাক্তন আরসিবি নেতাকে। টুইটারে তাঁর ফলোয়ারের সংখ্যা ৪৮ মিলিয়নেরও বেশি। প্রথম ভারতীয় হিসাবে তো বটেই,  ইনস্টাগ্রামে অ্যাকটিভ অ্যাথলিটদের মধ্যে জনপ্রিয়তার নিরিখে গোটা বিশ্বে তিন নম্বর স্থানটিও দখল করে নিয়েছে বিরাট কোহলি। এমনকী ব্রাজিলীয় পোস্টার বয় নেইমারকেও টপকে গিয়েছিলেন তিনি। কোহলির আগে রয়েছে ম্যান ইউ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং আর্জেন্টাইন সুপারস্টার লিও মেসি।