ডাগআউটে বসে অন্য ‘ম্যাচ’! ম্যাসাজ খেরিপিস্টের সঙ্গে ইশারায় দুষ্টুমি জেমিসনের

ডাগআউটে বসে অন্য ‘ম্যাচ’! ম্যাসাজ খেরিপিস্টের সঙ্গে ইশারায় দুষ্টুমি জেমিসনের

নয়াদিল্লি:  ম্যাচের বাইরে এ এক অন্য ম্যাচ! সোমবার কলকাতা নাইটরাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্চার্স ব্যাঙ্গালোরের মধ্যে ছিল আইপিএল ম্যাচ৷ ওই ম্যাচে ৯ উইকেটে পরাজিত হয় আরসিবি৷ মাত্র ৯২ রানে আরসিবি-কে অল আউট করে দেয় কেকেআর-এর বোলাররা৷ এই ম্যাচ ঘিরে যখন দর্শকদের মধ্যে উত্তেজনার পারদ তুঙ্গে, তখন অন্য খেলায় মজলেন কাইল জেমিসন৷ ক্যামেরার লেন্স থেকে অবশ্য কোনও ‘গেম’ই বাদ যায়নি৷ 

আরও পড়ুন- বরুণ চক্রবর্তী এবং আন্দ্রে রাসেলকেই মেগা নিলামের আগে ধরে রাখতে চাইবে কেকেআর!

৫৩ রানে ৪ উইকেট খুইয়ে তখন ধুঁকছে বিরাট বাহিনী৷ ঠিক সে সময় ক্যামেরা ঘোরে ডাগআউটে৷ দেখা যায় প্যাড পরে বসে রয়েছেন জেমিসন৷ কিন্তু তাঁর নজর মাঠের দিকে নয়৷ বরং তিনি তখন দলের সুন্দরী ম্যাসাজ থেরাপিস্ট নবনীতা গৌতমের দিকে তাকিয়ে মুচকি হাসছেন৷ নবনীতাকেও তাঁর দিতে তাকিয়ে হাসতে দেখা যায়৷ বলা যায়, সেই সময় ডাগআউটে বসে রীতিমতো ফ্লার্ট করছিলেন কাইল জেমিসন৷ ম্যাচ নিয়ে তিনি কতটা উদ্বিগ্ন ছিলেন, তা নিয়ে সংশয় রয়েছে৷ কারণ তিনি তখন ব্যস্ত নবনীতাকে পটাতে!

এদিকে টিভির পর্দায় জেমিসনের এই ফ্লার্ট করার দৃশ্য ভাইরাল হতেই নেটিজেনদের একের পর এক মন্তব্যে সরগরম হয়ে ওঠে নেট দুনিয়া৷ অনেকেই জেমিসনের অভিব্যক্তি দেখে জনপ্রিয় বিজ্ঞাপনী ক্যাচলাইন ‘মেন উইল বি মেন’ লিখে কমেন্ট বক্স ভরিয়ে তোলেন৷ অনেকে আবার জেমিসনের দলের প্রতি দায়বদ্ধতা নিয়েও প্রশ্ন তুলেছেন৷ দল যখন বিপদে, তখন এসব রসিকতার মানে কী? 

আরও পড়ুন- গাড়িচালক বাবার মেয়ে থেকে মহিলা হকি দলের অধিনায়ক! সুশীলার স্বপ্নের উড়ান

ওই ম্যাচে জেমিসন জয়ী হয়েছেন কিনা, তা জানা নেই৷ তবে কোহলিরা হেরেছেন খুব বাজে ভাবে৷ শুক্রবার ধোনি বাহিনী চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ফের মাঠে নামবেন জেমিসনরা৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 − 3 =