প্যারিসের ক্লাবে চুক্তিবদ্ধ লিওনেল মেসি, পেলেন ৩০ নম্বর জার্সি

প্যারিসের ক্লাবে চুক্তিবদ্ধ লিওনেল মেসি, পেলেন ৩০ নম্বর জার্সি

প্যারিস: অবশেষে মিলল সরকারি ঘোষণা। ২১ বছর পর এবার নতুন ক্লাব ও নতুন লিগে খেলবেন ফুটবলের রাজপুত্র লিওনেল মেসি। মঙ্গলবার প্রত্যাশা মতো ফরাসী হেভিওয়েট ক্লাব প্যারিস সাঁ জাঁ-এর চুক্তিতে সই করলেন তিনি। বছরে ৩৫ মিলিয়ন ইউরো বা ভারতীয় মুদ্রায় প্রায় ৬১০ কোটি টাকায় দু’বছরের জন্য পিএসজি-এর সঙ্গে চুক্তি করলেন আর্জেন্টিনীয় মহাতারকা। পাশাপাশি ফুটবল বিশ্ব পেয়ে গেল তার সবচেয়ে প্রতীক্ষিত প্রশ্নের উত্তর। প্যারিস সান্ট জার্মেইনে মেসির কত নম্বর জার্সি পরে মাঠে নামতে চলেছেন? উত্তর, ৩০ নম্বর।

মঙ্গলবার প্যারিসের স্থানীয় সময় অনুযায়ী দুপুরে ফরাসী শহরে পা রাখেন মেসি। বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে কাতারে কাতারে ভক্তরা হাজির ছিলেন। গোটা প্যারিস শহরেই যেন উৎসবের আমেজ। রাজপথে জায়গায় জড়ো হওয়া মানুষের ঢল, মুখে একটাই নাম ‘মেসি…মেসি…’। বিমানবন্দর থেকে নেমে সোজা চলে গেলেন পিএসজি-এর মেডিক্যাল চেকআপের জন্য। সেখান থেকে পিএসজি-এর সদর দফতরে। সেখানে পিএসজি প্রেসিডেন্ট নাসের আল-খেলাইফির সঙ্গে বছরে ৩৫ মিলিয়ন ইউরো-তে দুইবছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন মেসি। তবে ক্লাব কর্তারা জানিয়েছেন, দুই পক্ষের সম্মতি ও সম্পর্কের উপর ভিত্তি করে এই মেয়াদ আরও বাড়তে পারে।

এরপর হয়েছে ফটো সেশন। নতুন ক্লাবের ৩০ নম্বর জার্সি পরে তোলা হল ছবি। উল্লেখ্য, ২০০৫ সালে লিও মেসি যখন বার্সালোনা এ দলে অভিষেক করেন তখনও তিনি ৩০ নম্বর জার্সিই পেয়েছিলেন। ৩০ থেকে ১৯ হয়ে ১০ নম্বর জার্সির মালিক হয়েছিলেন তিনি। তবে কি প্যারিসে আবার সব নতুনভাবে শুরু করতে চান মেসি? জানালেন, “প্যারিস সাঁ জাঁ-তে সব আবার নতুন করে শুরু করতে চাই। পেশাদার ফুটবলার হিসেবে এখনও অনেক কিছু দেওয়ার আছে আমার। পিএসজি-তে আমি সেটাই চেষ্টা করবো। এবারে দলটা বেশ ভালো হয়েছে। সতীর্থদের সঙ্গে মাঠে নামার জন্য অপেক্ষা করে আছি। আশা করি, দলটিকে আমি আমার সবটা দিতে পারবো।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 + 8 =