প্যারালিম্পিক্সে ব্যাডমিন্টনে ব্রোঞ্জ জয় বাংলার মনোজের

প্যারালিম্পিক্সে ব্যাডমিন্টনে ব্রোঞ্জ জয় বাংলার মনোজের

টোকিও:  টোকিও প্যারালিম্পিক্সে ভারতের ঘরে ১৭ তম পদক এনে দিলেন বাংলার শাটলার মনোজ সরকার৷ সোনা জয়ের আশা আগেই শেষ হয়েছিল৷ কিন্তু ব্রোঞ্জ জেতার সুযোগ হাতছাড়া হতে দেননি বঙ্গ সন্তান৷ SL3 বিভাগে ব্রোঞ্জ মেডেল ম্যাচে জাপানের দাইসুকে ফুজিহারাকে উড়িয়ে দেন মনোজ৷ 

আরও পড়ুন- ‘ট্রেনিংয়ের সঙ্গে যৌন জীবন ব্যালেন্স করেন কী ভাবে?’ জবাবে যা বললেন নীরজ..

সেমিফাইনালে বিশ্বের দুই নম্বর শাটলার গ্রেট ব্রিটেনের ড্যানিয়েল বেথেলের কাছে হেরে যান মনোজ৷ অল ইন্ডিয়ান ফাইনাল না হওয়ায় মন ভেঙেছিল ভারতীয় সমর্থকদের। তবে একেবারে নিরাশ করেননি বঙ্গতনয়৷ ব্রোঞ্জ জিতে দেশের মুখ উজ্জ্বল করলেন বাংলার শাটলার মনোজ।  

প্রথম গেমে একে অপরকে এক চুলও জমি ছাড়তে নারাজ ছিলেন মনোজ ও দাইসুকে৷ দুইজনেই তীব্র লড়াই করেন৷ একবার মনোজ এবং একবার পিছিয়ে পড়েন দাইসুকে৷ এই অবস্থা থেকেও ফের গেমে কামব্যাক করেন তাঁরা। ২৭ মিনিটের টানটান লড়াইয়ের পর ২২-২০ ব্যবধানে প্রথম গেম জেতেন মনোজ। দ্বিতীয় গেমের শুরুটাও ভালো ভাবেই করেন ভারতীয় শাটলার। 

আরও পড়ুন- Tokyo Paralympics 2020: আরও এক সোনা এল ঘরে! একই ইভেন্টে মিলল রুপোও

এদিন গেমে প্রথম থেকেই লিড বজায় রেখেছিলেন মনোজ৷ ১৯ মিনিটের মাথায় দ্বিতীয় গেমও ২১-১৩ ব্যবধানে জিতে নেন বঙ্গ সন্তান। ব্যাডমিন্টনে প্রমোদ ভগতের সোনা জয়ের পর, আজ দ্বিতীয় পদক সুনিশ্চিত করেন মনোজ। ব্যাডমিন্টনে এখনও স্বর্ণপদক জেতার সুযোগ রয়েছে ভারতের কাছে৷ 
  

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen + ten =