নয়াদিল্লি: বিশ্বকাপ ক্রিকেটে তাঁর অবদান ছিল অনস্বীকার্য৷ সবচেয়ে বেশি উইকেট গিয়েছে তাঁরই ঝুলিতে৷ যদিও চোটের কারণে তারপর থেকে থেকে আর মাঠে নামা হয়নি তাঁর৷ তবে ব্যক্তিগত জীবনে বারবার ছিন্নভিন্ন হয়েছেন মহম্মদ স্বামী৷ তাঁর স্ত্রী হাসিন জাহান তাঁর বিরুদ্ধে একের পর এক গুরুতর অভিযোগ এনেছেন। পরকীয়া থেকে ডমেস্টিক ভায়োল্যান্সের মতো অভিযোগ আনেন। সেই সব অভিযোগ সহ্য করে নিলেও হাসিনের আনা একটি অভিযোগে ভেঙে পড়েছিলেন শামি। চরম পদক্ষেপ করতেও গিয়েছিলেনতিনি৷
শামির এক বন্ধু উমেশ কুমার সম্প্রতি এক পডকাস্টে জানিয়েছেন, হাসিন জাহান শামির বিরুদ্ধে পাকিস্তানের বিরুদ্ধে একটি ম্যাচ গড়াপেটার অভিযোগ এনেছিলেন। এতবড় অভিযোগ নেমে নিতে পারেননি তিনি৷ নিজেকে শেষ করে দিতে চেয়েছিলেন। উমেশ জানান, ‘‘হাসিনের সঙ্গে সেই সময়ে আলাদাই থাকছিলেন শামি। তাঁরা থাকতেন ১৯ তলায়৷ একদিন ভোর ৪টের সময়ে জল খাওয়ার জন্য উঠে দেখেন শামি ব্যালকনিতে দাঁড়িয়ে আছেন। সঙ্গে সঙ্গেই বুঝে গিয়েছিলাম কী করতে চলেছে তিনি৷ সেই সময় শামির মানসিক অবস্থা একেবারেই ভাল ছিল না। সেটা ছিল তাঁর জীবনের সব চেয়ে কঠিন রাত৷”