‘একা’ শুধু বিনি, প্রত্যেকের সঙ্গেই রয়েছে রাজনীতির যোগ! একনজরে BCCI কমিটি

‘একা’ শুধু বিনি, প্রত্যেকের সঙ্গেই রয়েছে রাজনীতির যোগ! একনজরে BCCI কমিটি

মুম্বই: সৌরভ গঙ্গোপাধ্যায়ের অধ্যায় শেষ হল বিসিসিআইয়ে। মঙ্গলবার সরকারিভাবে তাঁর জায়গায় এলেন প্রাক্তন বিশ্বকাপার রজার বিনি। সঙ্গে রদবদল হল বিসিসিআই কমিটিরও। কিন্তু শুরু থেকেই এই কমিটি নিয়ে ব্যাপক চর্চা কারণ একজন ছাড়া সকলের সঙ্গে রয়েছে রাজনীতির যোগ! ইতিমধ্যেই এই নিয়ে সমালোচনা শুরু হয়ে গিয়েছে। তাহলে কি সত্যিই বিসিসিআই হয়ে গেল রাজনৈতিক সংস্থা, উঠছে প্রশ্ন।

আরও পড়ুন- ছেলেরা ফাইনাল পর্যন্ত যেতেই পারেনি, এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা

প্রথমে জানতে হবে বিসিসিআই কমিটিতে কারা স্থান পেলেন। সবার প্রথমে যার নাম আসে তিনি অবশ্যই রজার বিনি, তিনি বিসিসিআই সভাপতি। আর সহ সভাপতি হলেন রাজীব শুক্লা। এরপর সচিব জয় শাহ। এনার পদ থাকা নিয়ে এখনও পর্যন্ত জলঘোলা চলছে। যেখানে সৌরভের পদ চলে গেল সেখানে জয় কী ভাবে পদে থেকে যান তা জানতে চাইছে অনেকেই। এই কমিটিতে সহ সচিব হয়েছেন দেবজিত সাইকিয়া, কোষাধ্যক্ষ আশিস সেলার এবং আইপিএল চেয়ারম্যান অরুণ ধূমল। এই পরিচয় ছাড়াও তাদের রাজনৈতিক পরিচয় কী আছে তা দেখে নেওয়া যাক।

রাজীব শুক্লা কংগ্রেসের রাজ্যসভার সাংসদ এবং এর আগেও বড় পদে ছিলেন বোর্ডে। জয় শাহের সরাসরি রাজনৈতিক কোনও পরিচয় না থাকলেও তিনি আদতে কে তা সকলের জানা। দেশের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি শীর্ষ নেতা অমিত শাহের পুত্র তিনি। এদিকে, দেবজিত সাইকিয়া যুক্ত বিজেপির সঙ্গে। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ঘনিষ্ঠ বলে পরিচিত তিনি। আবার আশিস শেলার মহারাষ্ট্রের বিজেপি বিধায়ক এবং মুম্বই বিজেপির সভাপতিও। অরুণ ধুমল কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা অনুরাগ ঠাকুরর ভাই। শুধুমাত্র সভাপতি রজার বিনির সঙ্গে রাজনীতির এখনও পর্যন্ত কোনও যোগাযোগ নেই। তিনি পুরোপুরি ক্রিকেটের লোক। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen + two =