রোম: শেষবার যখন দল খেতাব জিতেছিল তখন সেই জয়ের প্রধান ভূমিকা নিয়েছিলেন আর্জেন্টাইন তারকা মারাদোনা। ৩৩ বছর পর আবার চ্যাম্পিয়ন হল নাপোলি, কিন্তু এবার সশরীরে নেই তিনি। তবে মারাদোনা যেন নাপোলির রন্ধ্রে রন্ধে মিশে আছেন। তাই তো খেতাব জয়ের রাতে গ্যালারিতে দেখা গেল তাঁরও ছবি। বাঁধনহারা উচ্ছ্বাসে মাতল সমর্থকরা। ৩৩ বছরের খরা কাটল অবশেষে।
নাপোলি শেষ বার সিরি-এ জিতেছিল ১৯৯০ সালে। সেই সময়ে দিয়েগো মারাদোনা ছিলেন সেই দলের প্রধান ফুটবলার। তারপর থেকে আর খেতাব জয়ের ধারে কাছে আসতে পারেনি তারা। কিন্তু ২০২৩ সালে তা সম্ভব হল। পাঁচ ম্যাচ হাতে রেখেই শিরোপা নিশ্চিত করে ফেলল নাপোলি। বর্তমানে লীগে ৩৩ ম্যাচ শেষে তাদের পয়েন্ট ৮০। নাপোলির নিকটতম প্রতিদ্বন্দ্বী লাজিওর পয়েন্ট ৩৩ ম্যাচে ৬৪। স্বাভাবিকভাবেই তারা নাপোলিকে ছুঁতে পারবে না। সেই প্রেক্ষিতেই বৃহস্পতিবারই লিগ চ্যাম্পিয়ন হওয়ার উৎসবে মেতে উঠেছে নাপোলি সমর্থকরা।
” style=”border: 0px; overflow: hidden”” title=”জোড়া সোনা জয় বাংলার মেয়ের…! Nadia’s Rezoana wins gold medals in 5th Youth Asian Championship” width=”853″>
আগের ম্যাচে জয় পেলে সেলিব্রেশন তখনই হত। কিন্তু সেই ম্যাচে সালেরনিতানার বিপক্ষে ড্র করেছিল দল। তবে এদিন উডিনেসের বিপক্ষে আবার ড্র করেই শিরোপা ছিনিয়ে নিল নাপোলি। তবে এ দিনের ম্যাচ হেরে যেতে পারত তারা। ১ গোলে হারছিল নীল বাহিনী। কিন্তু দ্বিতীয়ার্ধে নাপোলি গোল শোধ করে। শেষ পর্যন্ত এই স্কোরলাইন ধরে রেখেই বাজিমাত।
