মরশুমের সেরা থ্রো করেও অধরা সোনা, লুসানেও দ্বিতীয় স্থানে থামলেন নীরজ

কলকাতা: লুসানেও অধরা সোনা৷ মরশুমের সেরা থ্রো-করেও ডায়মন্ড লিগে দ্বিতীয় স্থানে শেষ করলেন ‘সোনার ছেলে’ নীরজ চোপড়া৷ প্যারিস অলিম্পিক্সে রুপো জয়ের পর অনেকেই আশা করেছিলেন…

neeraj lusan 1

কলকাতা: লুসানেও অধরা সোনা৷ মরশুমের সেরা থ্রো-করেও ডায়মন্ড লিগে দ্বিতীয় স্থানে শেষ করলেন ‘সোনার ছেলে’ নীরজ চোপড়া৷ প্যারিস অলিম্পিক্সে রুপো জয়ের পর অনেকেই আশা করেছিলেন টোকিও অলিম্পিকের স্মৃতি ফিরিয়ে আনবেন ভারতীয় জ্যাভলার৷ কিন্তু এবারেও ‘সেকেন্ড বয়’ হয়েই থাকতে হল  নীরজকে৷

 

প্যারিসের পারফরম্যান্সকে ছাপিয়ে গিয়েছিল লুসান৷ তবুও ডায়মন্ড লিগ থেকে সোনা আনতে পারেননি নীরজ৷ এর আগে দোহা ডায়মন্ড লিগেও রুপো জিতেছিলেন পানিপথের ছেলে। প্যারিস অলিম্পিকের ফাইনালে ৮৯.৪৫ মিটার জ্যাভলিন ছুড়েছিলেন নীরজ। লুসান ডায়মন্ড লিগ মিটে ৮৯.৪৯ মিটার জ্যাভলিন ছুড়ে দ্বিতীয় স্থানে শেষ করেন তিনি৷ লুসানে সোনা জেতেন গ্রেনাডার অ্যান্ডারসন পিটারস। তৃতীয় স্থানে শেষ করে ব্রোঞ্জ জেতেন জার্মানির জুলিয়ার ওয়েবার। উল্লেখ্য, ২০২২ এবং ২০২৩ সালে পর পর দু’বার ডায়মন্ড লিগ জিতেছিলেন নীরজ চোপড়া৷