ফের ডায়মন্ড লিগে বাজিমাত নীরজের, ৮৭.৬৬ মিটার থ্রো করে চ্যাম্পিয়ন

ফের ডায়মন্ড লিগে বাজিমাত নীরজের, ৮৭.৬৬ মিটার থ্রো করে চ্যাম্পিয়ন

লুসান: টোকিও অলিম্পেক্সে সোনাজয়ী তিনি। কিন্তু নীরজ চোপড়ার সাফল্য সেখানেই থেমে থাকেনি। দোহার পরে এবার সুইজারল্যান্ডের লুসানেও বাজিমাত করলেন তিনি। ৮৭.৬৬ মিটার জ্যাভলিন থ্রো করে চ্যাম্পিয়ন হলেন ভারতের সোনার ছেলে। গত মে মাসে দোহায় ৮৮.৬৭ মিটার দূরে জ্যাভেলিন ছুঁড়ে চ্যাম্পিয়ন হয়েছিলেন নীরজ। লুসানে নিজের পঞ্চম প্রচেষ্টায় এই সাফল্য অর্জন করেছেন তিনি। 

এই ডায়মন্ড লিগে জার্মানির জুলিয়ান ওয়েবার প্রথম প্রচেষ্টাতেই ৮৬.২০ মিটার দূরে জ্যাভেলিন ছোঁড়েন। কিন্তু নীরজের তাঁকে টপকাতে চারবার সময় নিতে হয়। যদিও দ্বিতীয় প্রচেষ্টায় ৮৩.৫২ মিটার দূরে জ্যাভেলিন নিক্ষেপ করে টেবিলের তৃতীয় স্থানে উঠে আসেন নীরজ। আর পঞ্চম প্রচেষ্টাতেই সেই ‘সোনার থ্রো’। তার আগে তৃতীয় প্রচেষ্টায় ৮৫.০৪ মিটার দূরে জ্যাভেলিন ছোড়েন তিনি। চতুর্থ প্রচেষ্টা বাতিল হয়। ওদিকে ওয়েবার শেষ প্রচেষ্টায় ৮৭.০৩ মিটার দূরে জ্যাভেলিন ছুঁড়ে দ্বিতীয় স্থান নিশ্চিত করেন। 

দোহার পরে এটিই ছিল চলতি মরশুমে নীরজের দ্বিতীয় ইভেন্ট। মাঝে তিনটি ইভেন্ট থেকে সরে দাঁড়াতে বাধ্য হন তিনি চোটের কারণে। তাই এই ইভেন্ট তাঁর জন্য ভীষণ গুরুত্বপূর্ণ ছিল। আর তাতেই নিজের সেরাটা আবার দিলেন তিনি। চোট সারিয়ে ফিরে এসেই চ্যাম্পিয়ন নীরজ চোপড়া। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − two =