IPL: নতুন একটি টিমের মালিক সঞ্জীব গোয়েঙ্কা! দুই দলের আত্মপ্রকাশ

IPL: নতুন একটি টিমের মালিক সঞ্জীব গোয়েঙ্কা! দুই দলের আত্মপ্রকাশ

নয়াদিল্লি: নতুন দুটি আইপিএল দলের আত্মপ্রকাশ হয়ে গেল আজ। একটি দল কিনল সঞ্জীব গোয়েঙ্কার আরপিএসজি গ্রুপ, অন্যদল কিনল বিদেশি কোম্পানি সিভিসি ক্যাপিটাল। আইপিএলের নতুন দুটি দলের প্রতিনিধি শহর লখনউ এবং আহমেদাবাদ। এই দুটি দল বিক্রি করে ভারতীয় বোর্ডের আয় হয়েছে প্রায় ১৩ হাজার কোটি টাকা! 

এটিকে মোহনবাগানের অন্যতম কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা আরপিএসজি গ্রুপ। তারাই আইপিএলের নতুন দুটি দলের মধ্যে লখনউ কিনেছে প্রায় ৭ হাজার ৯০ কোটি টাকা দিয়ে এবং অন্য শহর তথা দল সিভিসি কোম্পানি কিনেছে ৫ হাজার ২০০ কোটি টাকা দিয়ে। সুতরাং হিসাব করলে দেখা যায় যে এই দুটি আইপিএল দল বিক্রি করে ভারতীয় বোর্ডের আয় হয়েছে প্রায় ১৩ হাজার কোটি টাকা। বহুদিন আগে থেকেই শোনা গিয়েছিল যে পরবর্তী আইপিএল ১০ দলের হতে চলেছে। সেই প্রেক্ষিতে নতুন দুটি দল কোন শহরের প্রতিনিধি হবে তা নিয়ে বিস্তর জল্পনা হয়েছে। এমনকি ম্যানচেস্টার ইউনাইটেড কর্তৃপক্ষ থেকে শুরু করে বলিউডের স্বনামধন্য দম্পতি তথা অভিনেতা রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোন পর্যন্ত আইপিএল দল কিনতে পারেন বলে জল্পনা ছড়িয়েছিল। তবে সব শেষে দুটি নতুন দলের আত্মপ্রকাশ হয়ে গেল আজ। 

যদিও কারা আইপিএলের নতুন দল কিনতে পারবে তা নিয়ে নিয়ম বের করেছিল বিসিসিআই। স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছিল, যে সংস্থা বার্ষিক তিন হাজার কোটি টাকা বা তার থেকে বেশি আর্থিক লেনদেন করতে পারবে একমাত্র তারাই দল কিনতে পারার জন্য বিডে অংশগ্রহণ করতে পারে। সেই প্রেক্ষিতে অনেকেই নতুন দল কেনার জন্য অংশগ্রহণ করেছিলেন কিন্তু শেষপর্যন্ত বাজিমাত করলো এই দুই সংস্থা। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 + 18 =