প্যারিস থেকে ষষ্ঠ পদক এল ভারতে, কুস্তিতে ব্রোঞ্জ জিতলেন আমন

কলকাতা: প্যারিস থেকে আরও একটা পদক এল ভারতের ঝুলিতে। প্রতিপক্ষ পুয়ের্তো রিকোর দারিয়ান ডি’ক্রুজকে হারিয়ে ভারতকে ব্রোঞ্জ এনে দিলেন কুস্তিগির আমন শেরাওয়াত৷ পুরুষদের ৫৭ কেজি…

কলকাতা: প্যারিস থেকে আরও একটা পদক এল ভারতের ঝুলিতে। প্রতিপক্ষ পুয়ের্তো রিকোর দারিয়ান ডি’ক্রুজকে হারিয়ে ভারতকে ব্রোঞ্জ এনে দিলেন কুস্তিগির আমন শেরাওয়াত৷ পুরুষদের ৫৭ কেজি ফ্রিস্টাইল বিভাগে পদক জেতেন আমন৷ আমনের হাত ধরে ষষ্ঠ পদক এল দেশে। যার মধ্যে কুস্তিতে এটাই প্রথম পদক৷ একটি রুপো এবং পাঁচটি ব্রোঞ্জ নিয়ে আপাতত ক্রমতালিকায় ৬৫ নম্বর স্থানে রয়েছে ভারত৷

 

সেমিফাইনালে জাপানের রেই হিগুচির সামনে দাঁড়াতেই পারেননি ভারতের কুস্তিগির। ১০-০ ব্যবধানে হারেন তিনি। কিন্তু এদিন শুরু থেকেই ছিলেন আক্রমণাত্মক মেজাজে৷ প্রথমে ১ পয়েন্ট পিছিয়ে গিয়েও ম্যাচে ফিরে আসেন৷ বিপক্ষকে ‘টেক ডাউন’ করে ২ পয়েন্টে পকেট পোড়েন। ২-১ পয়েন্টে এগিয়ে যাওয়ার পর ফের একটি ভুলের কারণে ২-৩ পিছিয়ে পড়েন আমন৷ ফের ম্যাচে ফেরেন এবং প্রতিপক্ষকে ম্যাটের বাইরে বার করে প্রথম দু’পয়েন্ট এবং পরে এক পয়েন্ট পেয়ে ৬-৩ এগিয়ে যান। দ্বিতীয় রাউন্ডে কিছু ভুলের জন্য ব্যবধান কমে ৫-৬ হয়। আবার বিপক্ষকে ‘টেক ডাউন’ করে ৮-৫ এগিয়ে যান ভারতীয় কুস্তিগির৷