আমদাবাদ: বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তানের প্রথম ম্যাচের শুরুতেই ছিল চমক৷ নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বর্ণাঢ্য অনুষ্ঠানে গান গাইলেন অরিজিৎ সিং৷ ম্যাচের আগে অরিজিতের পারফরম্যান্স দেখার জন্য মুখিয়ে ছিল দর্শক৷ কিন্তু, অপেক্ষাই সার৷ অরিজিতের অনুষ্ঠান দেখালই না সম্প্রচারকারী চ্যানেল৷ যা নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়ে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। টিভি’র পর্দায় এবং ওটিটি-তে হাপিত্যেশ করে বসে থাকা দর্শকদের তা দেখার সৌভাগ্য হল না। পরে অবশ্য সম্প্রচারকারী চ্যানেলের তরফে জানানো হয়, এই অনুষ্ঠান ছিল শুধুই মাত্র মাঠে উপস্থিত সমর্থকদের জন্যে। তবে এই ব্যবস্থায় চটেছেন দর্শকেরা।
এদিনের অনুষ্ঠানে অরিজিৎ সিং ছাড়াও শঙ্কর মহাদেবন, সুখবিন্দর সিং, শ্রদ্ধা কাপুর এবং সুনিধি চৌহান পারফরম্যান্স করেছেন। কিন্তু কেন এই অনুষ্ঠানের সম্প্রচার করা হল না? আসলে স্টার স্পোর্টসের কাছে এই অনুষ্ঠান সম্প্রচার করার স্বত্ত্ব ছিল না। একেবারে শেষমুহূর্তে এই অনুষ্ঠানের পরিকল্পনা করা হয়। সেই কারণে স্টার স্পোর্টস এই অনুষ্ঠান সম্প্রচারের সত্ত্ব পায়নি।
দুপুর সাড়ে বারোটা থেকে অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল। তার আগে থেকেই টিভি এবং ডিজনি প্লাস হটস্টারে চোখ রেখেছিলেন দর্শকরা। কিন্তু সেখানে শুধু স্টুডিয়ো থেকে সম্প্রচার দেখানো হয়। মাঠে কী হচ্ছে দেখানোই হল না৷
ভারত বনাম পাকিস্তানের এই ম্যাচে নজর রয়েছে গোটা ক্রিকেট বিশ্বের৷ এই পরিস্থিতিতে এই অনুষ্ঠানের উপরেও সকলের নজর ছিল। বর্ণাঢ্য অনুষ্ঠান দেখার জন্য অপেক্ষায় অনেকেই প্রহর গুনছিলেন৷ কিন্তু, স্টার স্পোর্টসের ঘোষণার পর কোটি কোটি সমর্থককে হতাশ হতে হল৷