বয়স মাত্র ২৯, হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত রঞ্জিজয়ী ক্রিকেটার

বয়স মাত্র ২৯, হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত রঞ্জিজয়ী ক্রিকেটার

কলকাতা: হৃদরোগের কোনও বয়স হয় না। আবার প্রমাণিত। মাত্র ২৯ বছর বয়সে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত রঞ্জিজয়ী ক্রিকেটার অবি বরোট। গতকাল সন্ধ্যায় আচমকা হৃদরোগে আক্রান্ত হন তিনি। গত বছর প্রথম বারের জন্য রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন হয়েছিল সৌরাষ্ট্র। সেই দলের উইকেটকিপার-ওপেনার ছিলেন তিনি। দলের জয়ের পেছনে তাঁর যথেষ্ট অবদান ছিল। 

Abi

প্রথম শ্রেণির ক্রিকেটে ৩৮ টি ম্যাচে ১ হাজার ৫৪৭ রান রয়েছে অবির। ঘরোয়া একদিনের ক্রিকেটে ৩৮ টি ম্যাচে ১ হাজার ৩০ রান রয়েছে তাঁর। টি-টোয়েন্টি ক্রিকেটে ২০ টি ম্যাচে তাঁর সংগ্রহ ছিল ৭১৭ রান। সৈয়দ মুস্তাক আলি ট্রফির একটি ম্যাচে ৫৩ বলে ১২২ রান করেছিলেন তিনি। তারপরে সকলের নজরে চলে আসেন। এছাড়াও ভারতের অনূর্ধ্ব ১৯ দলের অধিনায়কও ছিলেন অবি। এদিকে, হরিয়ানা এবং গুজরাটের হয়েও রঞ্জি খেলেছেন রঞ্জি জয়ী এই ক্রিকেটার। বোলার হিসেবেও সাফল্য ছিল তাঁর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven + 11 =