IPL-এ নিলামের আগে কলকাতা ছেড়ে দিলে কোন দলে যেতে চাইবেন? জানালেন রিঙ্কু

কলকাতা: কলকাতা নাইট রাইডার্স থেকেই ক্রিকেট দুনিয়ায় তাঁর পরিচিতি৷ খুলে গিয়েছে জাতীয় দলের দরজা৷ কিন্তু সামনের সিজনেও রিঙ্কুকে কেকেআরের বেগুনি জার্সিতে দেখা যাবে কিনা, তা…

rinku5

কলকাতা: কলকাতা নাইট রাইডার্স থেকেই ক্রিকেট দুনিয়ায় তাঁর পরিচিতি৷ খুলে গিয়েছে জাতীয় দলের দরজা৷ কিন্তু সামনের সিজনেও রিঙ্কুকে কেকেআরের বেগুনি জার্সিতে দেখা যাবে কিনা, তা এখনও নিশ্চিত নয়। সামনেই আইপিএলের নিলাম। তার আগে কলকাতা নাইট রাইডার্স যদি তাঁকে ছেড়ে দেয়, তাহলে কোন দলে যেতে চান আইপিএলে ছয় ছক্কান মালিক রিঙ্কু?

 

একটি সাক্ষাৎকারে রিঙ্কুকে প্রশ্ন হয়েছিল, কলকাতা তাঁকে ছেড়ে দিলে তিনি কোন দলে যেতে চাইবেন? উত্তরে রিঙ্কু বলেন, “রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কারণ, ওই টিমে বিরাট কোহলি খেলে।”