‘বিশ্বকাপ জিতেই গ্রামে ফিরব’, ফোন করে মায়ের কাছে শপথ শামির

‘বিশ্বকাপ জিতেই গ্রামে ফিরব’, ফোন করে মায়ের কাছে শপথ শামির

নয়াদিল্লি: বিশ্বকাপে ছয় ম্যাচে ২৩টি উইকেট নিয়ে চর্চার কেন্দ্রে মহম্মদ শামি৷ আগুন ঝরানো পেস বোলিং-এর সামনে টিকতে পারেনি অতিবড় প্রতিপক্ষও৷ কিন্তু হার্দিক পান্ডে চোট পেয়ে দলের বাইরে না গেলে হয়তো বিশ্বকাপই খেলা হত না তাঁর৷ শামি বিশ্বাস করেন, তাঁর ইচ্ছায় জীবন চলবে না। বরং সময়ের সঙ্গে সঙ্গে ভাগ্যের লিখনেই চলতে হবে তাঁকে। তবে একবার যখন সুযোগ পেয়েছেন, তখন নিজেকে প্রমাণ করতে কোনও কসুরই রাখবেন না এই পেসার৷ 

বিশ্বকাপ না নিয়ে ফিরতে নারাজ শামি। জানা গিয়েছে, নিউ জিল্যান্ডকে পর্যদস্তু করার পর মা’কে ফোন করেছিলেন এই ভারতীয় পেসার। ফোনে নাকি তিনি জানান, সেমিফাইনালে যে ভাবে বোলিং করেছেন, সেই ধার দেখাতে চান বিশ্বকাপ ফাইনালেও৷ ঘরে ফিরতে চান বিশ্বজয়ের ট্রফি নিয়ে! তাঁর মতো বিশ্বজয়ের স্বপ্ন দেখছে গোটা ভারত৷ সকলের একটাই লক্ষ্য, বারো বছর পর ফের ফিরে আসুক সোনালি মুহূর্ত৷ ফাইনালে উঠুক শামি ঝড়৷ 

শামি

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *