কলকাতা: দীর্ঘ এক দশকের ক্রিকেটিয় জীবনে ইতি। ক্রিকেটের সব ফর্ম্যাট থেকে অবসর ঘোষণা করলেন ভারতীয় দলের ‘গব্বর’ শিখর ধাওয়ান। আন্তর্জাতিক এবং ঘরোয়া, দুই ধরনের ক্রিকেটকেই বিদায় জানালেন তিনি। সোশ্যাল মিডিয়ায় এই বিষয়ে পোস্ট করেন তিনি৷
২০১৩ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় ধাওয়ানের৷ দেশের হয়ে ১৬৭টি ওয়ানডে, ৩৪টি টেস্ট এবং ৬৮টি টি-২০ ম্যাচ খেলেছেন তিনি৷ এদিন অবসর ঘোষণা করে ধাওয়ান লিখেছেন, ‘‘আমার ক্রিকেট-সফর এখানেই শেষ হল। সঙ্গে থেকে গেল অসংখ্য স্মৃতি এবং কৃতজ্ঞতা। যে ভালবাসা এবং সমর্থন আমি পেয়েছি, তার জন্য অসংখ্য ধন্যবাদ। জয় হিন্দ।’’
৩৮ বছরের ধাওয়ান দেশের হয়ে শেষ ম্যাচ খেলেন ২০২২ সালের ডিসেম্বর মাসে। বাংলাদেশের বিরুদ্ধে এক দিনের ওই সিরিজের পর আর ভারতীয় দলে জায়গা হয়নি তাঁর৷ শিখরের জায়গা নেন শুভমন গিল৷
একটি ভিডিয়ো বার্তায় ধাওয়ান বলেন, “আমার লক্ষ্য ছিল, দেশের হয়ে খেলা। সেই লক্ষ্য পূরণ করতে পেরেছি। অনেককে ধন্যবাদ জানাই। সবার আগে আমার পরিবার, আমার ছোটবেলার কোচ তারক সিং এবং মদন শর্মাকে ধন্যবাদ জানাতে চাই। তাঁদের প্রশিক্ষণই আমি ক্রিকেট শিখেছি। তারপর ধন্যবাদ জানাব পুরো ভারতীয় দলকে৷ যাদের সঙ্গে আমি খেলেছি৷ সেখানেও একটা পরিবার পেয়েছি। সবার ভালবাসা আর সমর্থন পেয়েছি। গল্পের বই পড়তে গিয়ে যেরকম পাতা ওল্টাতে হয়, আমিও তেমনই করলাম৷ আন্তর্জাতিক এবং ঘরোয়া ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলাম।”