বাগদেবীর আরাধনায় সৌরভ, স্ত্রীর নাচের স্কুলে অঞ্জলি দিলেন মহারাজ

বাগদেবীর আরাধনায় সৌরভ, স্ত্রীর নাচের স্কুলে অঞ্জলি দিলেন মহারাজ

 

কলকাতা: রোদ ঝলমলে আকাশে বাগদেবীর আরাধনায় মত্ত বঙ্গবাসী৷  সরস্বতীপুজোয় মাতলেন ক্রিকেট দুনিয়ার নক্ষত্র সৌরভ গঙ্গোপাধ্যায়ও। সরস্বতী পুজোর সকালে অঞ্জলি দিলেন মহারাজ। সকাল সকাল প্যান্ট-শার্ট পরে বাড়ির পাশে স্ত্রীর স্কুলে অঞ্জলি দিতে গিয়েছেন তিনি। স্কুলে উপস্থিত সকলের সঙ্গে কথা বলতেও দেখা যায় বিসিসিআই প্রেসিডেন্টকে৷ 

আরও পড়ুন- উইন্টার অলিম্পিক্সের বর্ণাঢ্য উদ্বোধন, বিশ্ব দরবারে ভারতের পতাকা তুলে ধরলেন আরিফ

সরস্বতী পুজোয় কলকাতায় থাকলেই সরস্বতী পুজোর সকালে মহারাজ পৌঁছে যান স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়ের নাচের স্কুল দীক্ষা মঞ্জরীতে৷ সেখানেই অঞ্জলি দেন তিনি৷ এ বারেও অন্যথা হয়নি। সকাল সকাল প্যান্ট শার্ট পরে তিনি চলে আসেন স্কুলে৷ তবে এ বার একাই আসেন তিনি। পড়াশোনার জন্য মেয়ে সানাকে নিয়ে লন্ডনে রয়েছেন ডোনা৷ অঞ্জলি দেওয়ার পরে সেখানে উপস্থিত অনেকেই সৌরভের সঙ্গে ছবিও তোলেন।

sourav

রবিবার থেকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এক দিনের সিরিজ শুরু হচ্ছে৷ আমেদাবাদে হবে খেলা৷ তাই কলকাতা থেকে আমদাবাদ উড়ে যাওয়ার কথা সৌরভের। তার আগে কলকাতায় সারলেন সরস্বতী পুজো৷  এক দিনের সিরিজের পর ১৬ ফেব্রুয়ারি থেকে টি২০ সিরিজ শুরু হবে কলকাতায়। শুক্রবার সৌরভ জানিয়েছেন, আমদাবাদের মতো ইডেনও থাকবে দর্শকশূন্য৷ করোনা কালে কোনও টিকিট বিক্রি হবে না। যদিও টি-টোয়েন্টি সিরিজ দর্শকশূন্য রাখার জন্য এখনও সিএবি-র কাছে কোনও চিঠি এসে পৌঁছয়নি  বোর্ডের কাছ থেকে৷ বাংলার ক্রিকেট সংস্থার প্রধান অভিষেক ডালমিয়া সে কথা নিশ্চিত করেছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × four =