দাদা যেন ‘ডন’! মোনা ডার্লিং-এর সঙ্গে এ কি করছেন সৌরভ?

দাদা যেন ‘ডন’! মোনা ডার্লিং-এর সঙ্গে এ কি করছেন সৌরভ?

কলকাতা: তাঁকে এহেন বেশে কস্মিনকালেও কেউ দেখেনি৷ এ কেমন রূপ দাদার! সঙ্গে আবারর মোনা ডার্লিং৷ ভাবছেন তো দাদার হলটা কী? আসলে সম্প্রতি একটি বিজ্ঞাপনে দেখা গিয়েছে ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে৷ সেই বিজ্ঞাপন ঘিরেই হুলস্থূল৷ 

আরও পড়ুন- ISL: সুনীলের ‘বিতর্কিত’ ফ্রি-কিকে গোল, ‘ওয়াক আউট’ কেরলের! নিয়ম কি বলছে

অতীতেও একাধিক বিজ্ঞাপনে কাজ করেছেন সৌরভ৷ তবে আগে কখনও ডন-এর বেশে ধরা দেননি বিসিসিআই-এর প্রাক্তন সভাপতি। এই প্রথম দাদকে দেখা গেল ডন রূপে। তাঁকে দেখে অনেকেই থ। তবে ক্রিকেট থেকে অবসরের পর রিয়েলিটি শো থেকে শুরু করে ধারাভাষ্য, বোর্ডের সভাপতিত্ব- প্রতিটি ক্ষেত্রেই সাফল্যের নজির গড়েছেন তিনি। পাশাপাশি লাগাতার কাজ করে গিয়েছেন বিজ্ঞাপনে৷ ক্যামেরার সামনে নানা ভাবে নিজেকে ‘ইম্প্রোভাইজ’ করতে ভালবাসেন দাদা। এবার এলেন একেবারে ডন সেজে। তাঁর গলায় শোনা গেল বলিউডে মিথ হয়ে যাওয়া ‘মোনা ডার্লিং’ ডাকও।

সৌরভ একটি জনপ্রিয় বিস্কুটের ব্র্যান্ড অ্যাম্বাসাডার। সেই বিস্কুটের বিজ্ঞাপনেই  ‘ডন’-এর অবতারে অভিনয় করেছেন দাদা। যেখানে মোনা ডার্লিং-এর সঙ্গে সোনা নিয়ে কথাবার্তা চলছে তাঁর। দাদার এহেন রূপ দেখে যে কেউ চমকে উঠতে পারেন। তবে দাদা বলে কথা৷ তাঁর উপস্থিতিই অনেক কথা বলে যায়৷ সাতের দশকে খলনায়ক অজিতের মুখে ‘মোনা ডার্লিং’ ডায়লগটি দারুণ জনপ্রিয় হয়েছিল। সিনেমায় অজিতের যাবতীয় কু-কর্মের সঙ্গী ছিল রবার্ট আর এই মোনা ডার্লিং। সৌরভ এবার সেই অজিতের ভূমিকায়। পরনে সাদা জ্যাকেট, চোখে সানগ্লাস, গলায় চেন। সৌরভের নতুন রূপ দেখে যেন চেনা দায়! তবে বিস্কুটের বিজ্ঞাপনে বেশ মজাদার ভঙ্গিতে অভিনয় করেছেন ‘প্রিন্স অফ ক্যালকাটা’। 

সৌরভের এহেন অভিনয় দেখে অনেকেই মজা করে লিখেছেন- ‘বায়োপিকে দাদা কেন অন্য কোনও হিরোর খোঁজ করছেন! তিনি তো চাইলে নিজেই অভিনয় করতে পারেন।’ কেই কেউ লিখলেন, ‘‘দাদা বাড়ি গেলে ডোনা বৌদি তোমায় আজ ঢুকতে দেবে না।’’ কারও কথায়, ‘‘মোনা নয়, ডোনা ডার্লিং বলো দাদা।’’

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 3 =