কলকাতা: ক্রিকেটের নন্দনকাননে বিরাট কোহলির ৪৯তম ওয়ান ডে সেঞ্চুরি চিরস্মরণীয় হয়ে থাকবে৷ কারণ, ইডেনে সেঞ্চুরি হাঁকিয়ে ক্রিকেট ইশ্বর শচীন তেণ্ডুলকরের সঙ্গে একাসনে বসে পড়েছেন বিরাট৷ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ভেসে এসেছে শুভেচ্ছাবার্তা৷ বিরাট কীর্তিতে যখন সকলে মাতোয়ারা, তখন ভিন্ন সুর শোনা গেল শ্রীলঙ্কা অধিনায়কের গলায়। কোহলিকে শুভেচ্ছা জানাতে অস্বীকার করলেন কুশল মেন্ডিস৷
বিরাটের শতরানে রবিবাসরীয় রজনীতে কলকাতায় অকাল দীপাবলির পরিবেশ। তার উপর এদিন ছিল কোহলির ৩৫তম জন্মদিন৷ এই বিশেষ দিনে তাঁর সেঞ্চুরি দলকে জয় এনে দিল। পাশাপাশি শচীনের রেকর্ড ছুঁলেন।
Journalist ” Virat Just scored his 49th ODI ton. Do you like to congratulate him?”
Kusak Mendis” Why I would congratulate him”😭😭😭#INDvSA #INDvsSA #SAvIND #ViratKohli #CWC2023 pic.twitter.com/DAqh2oeO5e
— Out Of Context Cricket PK (@GemsOfCrickett) November 5, 2023
এদিকে, সোমবার বাংলাদেশের বিরুদ্ধে অস্তিত্ব রক্ষার লড়াইয়ে নামবে দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা। ম্যাচের আগের দিন নিয়মমাফিক সাংবাদিক সম্মেলনেম এসেছিলেন মেন্ডিস। সেখানেই এক সাংবাদিক শ্রীলঙ্কার অধিনায়ককে জিজ্ঞাসা করেন, “সবেমাত্র ৪৯তম ওয়ানডে সেঞ্চুরি করেছেন বিরাট কোহলি। আপনি কি তাঁকে শুভেচ্ছা জানাবেন?” প্রশ্ন শুনে বেশ খানিকক্ষণ তাকিয়ে থাকেন তিনি। এর পর তিনি বলেন, “তোনহলিকে আমি কেন শুভেচ্ছা জানাব?আমাকে কালকের ম্যাচ নিয়ে প্রশ্ন করুন, আমি জবাব দেব।’’
কুশলের ওই মন্তব্যে শুরু হয়েছে বিতর্ক৷ লঙ্কা অধিনায়ককে তোপ দেগেছেন নেটাগরিকরা৷ অনেকেরউ মন্তব্য, যে দলের নেতা অন্য ক্রিকেটারকে সম্মান জানাতে পারেন না, তিনি কী করে দলের ভাল করবেন?