কলকাতা: অনলাইন প্রতারণার ঘটনা এখন দিনদিন বাড়ছে। শহর তথা রাজ্যের বিভিন্ন জায়গা থেকেই এই সংক্রান্ত খবর উঠে আসছে। সাধারণ মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা গায়েবের ঘটনা আতঙ্ক বাড়াচ্ছে প্রতিনিয়ত। এবার এই একই ঘটনার শিকার হতে হল ভারতীয় ফুটবলের অন্যতম তারকা সুব্রত ভট্টাচার্যকে। তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে হঠাৎই উধাও হয়ে গেল প্রায় ১৭ লক্ষ টাকা।
প্রাক্তন ফুটবলার জানাচ্ছেন, পাঁচ-ছ’দিন আগে মোবাইলে একটি মেসেজ পান তিনি। লক্ষ্য করেন তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে অন্তত ১৭ লক্ষ টাকা তুলে নেওয়া হয়েছে। পার্ক স্ট্রিটের একটি বেসরকারি ব্যাঙ্কের শাখায় তাঁর অ্যাকাউন্ট আছে। সেই ব্যাঙ্কের সঙ্গে দ্রুত যোগাযোগ করেন তিনি। পরে তাদের পরামর্শ মেনে প্রথমে পার্ক স্ট্রিট থানা, পরে গলফ গ্রিন থানায় এফআইআর দায়ের করেন মোহনবাগানের ঘরের ছেলে বলে পরিচিত সুব্রত ভট্টাচার্য। তবে এখনও পর্যন্ত টাকার কোনও হদিশ মেলেনি বলেই জানা গিয়েছে।
” style=”border: 0px; overflow: hidden”” title=”ফের বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি! বাংলার কোন কোন জেলায় হবে ঝড়-বৃষ্টি?” width=”853″>
তিনি জানিয়েছেন, এই জমানো টাকাই তাঁর সম্বল। তাই বর্তমানে ভীষণ চিন্তায় আছেন তিনি। কিন্তু কী ভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা লোপাট হয়ে গেল তা কিছুতেই বুঝতে পারছেন না সুব্রত। তাই এখন তাঁর একটাই কাজ, অপেক্ষা করা। আশা করছেন দ্রুত এই হারানো টাকা ফেরত পাবেন তিনি।