নয়াদিল্লি: ভারতের এশিয়া কাপ জয়ের আনন্দে মাতোয়ারা গোটা দেশ। পাকিস্তানকে পাঁচ উইকেটে হারিয়ে ট্রফি ঘরে তোলার পর শুধু ক্রিকেট ভক্ত নয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও টিম ইন্ডিয়ার সাফল্যকে তুলনা করলেন ঐতিহাসিক ‘অপারেশন সিঁদুর’-এর সঙ্গে। তাঁর সেই মন্তব্যে বিশেষভাবে অনুপ্রাণিত হয়েছেন অধিনায়ক সূর্যকুমার যাদব।
সোমবার সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে সূর্যকুমার বলেন, “দেশের নেতা যখন সামনের সারিতে নেমে নিজেই ‘ফ্রন্ট ফুটে’ ব্যাট করেন, তখন খেলোয়াড়রাও অনেকটা মুক্তভাবে খেলতে পারে। মনে হচ্ছিল, স্যার নিজেই স্ট্রাইক নিয়ে রান তুলছেন।”
সেনাবাহিনীর প্রতি শ্রদ্ধা, পুরো ফি দান
এশিয়া কাপের পর আরেকটি মানবিক সিদ্ধান্তে আলোচনায় উঠে এলেন সূর্যকুমার। তিনি ঘোষণা করেছেন, পুরো টুর্নামেন্টের ফি ভারতীয় সেনাবাহিনী এবং পহেলগাঁও জঙ্গি হামলায় নিহতদের পরিবারের জন্য দান করবেন। এই উদ্যোগে ক্রিকেটপ্রেমীরা তাঁকে আরও বেশি সম্মান জানাচ্ছেন।
পাকিস্তানের সঙ্গে অস্বস্তি Suryakumar prais Modi
টুর্নামেন্ট জুড়ে রাজনৈতিক আবহও ফুটে উঠেছিল। ভারতীয় দল একাধিকবার পাকিস্তানের খেলোয়াড়দের সঙ্গে ঐতিহ্যগত হ্যান্ডশেক এড়িয়ে যায়। ফাইনালে আরও বড় সিদ্ধান্ত নেয় টিম ইন্ডিয়া— পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান তথা পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নকভির হাত থেকে ট্রফি গ্রহণ করতে অস্বীকার করে। মোদীর মন্তব্যকে ঘিরে নকভির একাধিক কটূক্তিপূর্ণ পোস্টেও ক্ষুব্ধ হয় ভারতীয় শিবির। ফলে এশিয়া কাপের মঞ্চ শুধু ক্রিকেট নয়, কূটনৈতিক বার্তাও বয়ে আনে।
চ্যাম্পিয়নদের বার্তা
ম্যাচ শেষে সোশ্যাল মিডিয়ায় সুর্যকুমার একটি ছবিও পোস্ট করেন সতীর্থ তিলক বর্মার সঙ্গে। হাতে ট্রফি না থাকলেও, ইমোজি দিয়ে প্রতীকী ট্রফি দেখিয়ে তিনি সেখানে লেখেন, “শেষ পর্যন্ত চ্যাম্পিয়নদেরই মনে রাখা হবে, ট্রফির ছবিকে নয়।”
দেশজুড়ে এখন উল্লাস, পতাকা ওড়ানো আর বিজয়ের স্লোগানে মুখরিত। সূর্যকুমারের কথায়, “দেশজুড়ে এমন উদ্যাপন আমাদের আরও অনুপ্রাণিত করবে। দেশে ফিরে এলে নতুন প্রেরণা নিয়ে সামনে এগোব।”
কত টাকা দান?
ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ডের (BCCI) নিয়ম অনুযায়ী, প্রতিটি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচের ফি নির্ধারিত আছে ৩ লক্ষ টাকা। সেই হিসাবে ৭টি ম্যাচে অংশ নেওয়ায় তাঁর পারিশ্রমিক দাঁড়াচ্ছে ২১ লক্ষ।
উল্লেখযোগ্যভাবে, বোর্ডের নির্ধারিত নিয়মে একটি ওয়ানডে ম্যাচের ফি ৬ লক্ষ এবং একটি টেস্ট ম্যাচের জন্য ১৫ লক্ষ টাকা।
Sports: Following India’s Asia Cup win over Pakistan, PM Modi compared the success to ‘Operation Sindur,’ deeply inspiring Captain Suryakumar Yadav, who also donated his entire match fee to the Indian Army and victims’ families. The team refused to accept the trophy from PCB Chairman Mohsin Naqvi amid diplomatic tension, marking a major statement beyond cricket.










