RCB-র ব্যর্থ ক্যাপ্টেন হয়ে থেকে যাবে বিরাট, বিস্ফোরক ভন

RCB-র ব্যর্থ ক্যাপ্টেন হয়ে থেকে যাবে বিরাট, বিস্ফোরক ভন

 

দুবাই: টি-২০ ক্রিকেট থেকে সদ্য বিদায় নিয়েছেন তিনি৷ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সদ্য প্রাক্তন অধিনায়ককে নিয়ে বিতর্কিত মন্তব্য করে সমালোচনার ঝড় তুললেন প্রাক্তন ইংরেজ অধিনায়ক মাইকেল ভন৷ তাঁর কথায়, আরসিবি-র ইতিহাসে ব্যর্থ অধিনায়ক হিসাবেই থেকে যাবেন বিরাট কোহলি৷ কারণ তাঁর নেতৃত্বে একটি ট্রফিও জিততে পারেনি আরসিবি৷  যা ইতিহাসের পাতায় লেখা থাকবে৷  

আরও পড়ুন- ভরা গ্যলারিতে হাঁটু গেড়ে বান্ধবীকে বিয়ের প্রস্তাব, ভাইরাল দীপক চাহারের প্রেম কাহিনী

প্রসঙ্গত, দ্বিতীয় পর্ব শুরুর আগেই বিরাট ঘোষণা করেছিলেন তিনি এই মরশুমের পরে আর আরসিবি’র অধিনায়কত্ব করবেন না৷ এলিমিনেটরে কেকেআরের কাছে আরসিবি পরাজিত হওয়ার পরেই ব্যাঙ্গালোরের অধিনায়ক হিসেবে বিরাট জামানার ইতি পড়ে৷ প্রসঙ্গত, ২০১৩ সালে ড্যানিয়েল ভেত্তোরির কাছ থেকে আরসিবির অধিনায়কত্ব পান বিরাট কোহলি৷ কিন্তু ২০১৩ থেকে আজ পর্যন্ত আইপিএল-এর কোনও সিরিজেই সেরার শিরোপা জিততে পারেনি আরসিবি৷ সেই প্রেক্ষিতেই ভনের মত, টেস্ট অধিনায়ক হিসেবে বিরাট অসাধারণ৷ কিন্তু আইপিএলে নিজের কোনও ক্যারিশ্মাই দেখাতে পারেননি বিরাট৷ 

ভারতের এক ক্রিকেট ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে ভন বলেন, ‘টেস্ট ম্যাচ ক্রিকেট থেকে ভারতীয় দল, বিরাটের কৃতিত্ব ‘বিরাট’৷ ভারতীয় দলকে অন্য মাত্রায় নিয়ে গিয়েছেন তিনি৷ যা এককথায় অনবদ্য। তবে পাশাপাশি এটাও স্বীকার করতে দ্বিধা নেই যে, জাতীয় দলের অধিনায়ক হিসেবে ওয়ানডে ক্রিকেট, টি-২০ ক্রিকেট এবং আইপিএল-এ আরসিবি’র অধিনায়ক হিসেবে বিরাট অনেকটাই পিছনের সারিতে থাকবেন।

ভন আরও বলেন, ‘বছরের পর বছর অসাধারণ ট্যালেন্ট নিয়েও কাজ করার সুযোগ পেয়েছে বিরাট৷ আরসিবির টপ অর্ডার ব্যাটিং খুবই শক্তিশালী। চলতি আইপিএল মরশুমে চাহাল, ম্যাক্সওয়েল, হর্ষল প্যাটেলরা বল হাতে যে ভাবে দাপট দেখিয়েছে, তার সামনে আরসিবি’র ব্যাটিং অর্ডার দারুণ প্রতিরোধ গড়েছে৷ সে কথা বিবেচনা করেও বলতে হচ্ছে অধিনায়ক বিরাট এবং দল হিসেবে আরসিবি কাঙ্খিত লক্ষ্যে পৌঁছতে পারল না৷’ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten + ten =