কলকাতা: অবশেষে এল সেই মাহেন্দ্রক্ষণ। ১৮ বছরের তৃষ্ণা মিটে গেল। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) জিতল প্রথম আইপিএল ট্রফি—আর সেই সঙ্গে চোখের কোণে জল, বুকভরা গর্ব আর অগণিত স্মৃতির ভার নিয়ে ইতিহাসের পাতায় নিজের নাম চিরস্থায়ী করে তুললেন বিরাট কোহলি।
লাল কালো জার্সতে ১৮টি মৌসম
২০০৮ সালে যেখান থেকে যাত্রা শুরু, সেই লাল-কালো জার্সিতে টানা ১৮টি মৌসুম। এতগুলো বছর ধরে ট্রফির ছোঁয়া না পাওয়ার কষ্ট বয়ে নিয়ে চলেছেন যিনি, অবশেষে তিনিই চ্যাম্পিয়ন স্কোয়াডের সামনে দাঁড়িয়ে বললেন- “এই রাতটা আমি কোনোদিন ভুলতে পারব না। আজ সত্যিই মনে হচ্ছে অপেক্ষাটা সার্থক হয়েছে।”
ম্যাচের পর ইনস্টাগ্রামে নিজের আবেগের বহিঃপ্রকাশ ঘটিয়ে কোহলি লেখেন, ‘‘এই দলটা স্বপ্নকে বাস্তব করেছে। গত আড়াই মাসের যাত্রাটা ছিল রোলার কোস্টারের মতো, প্রতিটি মুহূর্ত আমরা উপভোগ করেছি। এই ট্রফিটা RCB-র সেইসব সমর্থকদের জন্য, যারা দুঃসময়েও আমাদের ছেড়ে যাননি। যারা বছরের পর বছর ধরে কষ্ট সহ্য করেছেন। আমি এই দলটার জন্য শরীরের প্রতিটা কণিকা দিয়ে লড়েছি।”
ছয় রানে হারে পাঞ্জাব কিংস Virat Kohli RCB IPL Champion
ফাইনালে পাঞ্জাব কিংসকে ছয় রানে হারানোর পর মাঠে বসে পড়েন কোহলি। চোখ বন্ধ করে কিছুক্ষণ নিজের সঙ্গে সময় কাটান, তারপর সতীর্থদের আলিঙ্গনে হারিয়ে যান। সেই দৃশ্য ছিল যেন এক সিনেমার পরিণতি, ১৮ বছরের আবেগ জমে থাকা এক মুহূর্তের বিস্ফোরণ।
কোহলির সংযোজন ছিল আরও গা ছমছমে৷ তিনি বলেন, ‘‘আমার পুরো তরুণ বয়সটা, ক্যারিয়ারের সেরা সময়টা এই দলটার জন্য দিয়ে দিয়েছি। কখনও হাল ছাড়িনি। ভেবেছিলাম হয়তো জীবনে এই দিনটা দেখা হবে না। কিন্তু আজ সেই ট্রফিটা আমার হাতে।’’
মনে এখনও টেস্ট ক্রিকেট
তবে এই স্বপ্নপূরণ সত্ত্বেও, ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ ফর্ম্যাটকে ভুলে যাননি তিনি। সোজাসাপটা বলে দিলেন, “এই মুহূর্তটা আমার ক্যারিয়ারের অন্যতম সেরা, কিন্তু টেস্ট ক্রিকেটের থেকে পাঁচ ধাপ নিচে। যারা সম্মান পেতে চাও, তাদের বলছি-টেস্ট ক্রিকেট খেলো, মনপ্রাণ দিয়ে খেলো।”
এবারের আইপিএলে কোহলি ছিলেন দুর্দান্ত ছন্দে। ১৫ ইনিংসে ৬৫৭ রান, ৮টি হাফ-সেঞ্চুরি। ওপেনিংয়ে নেমে একের পর এক ম্যাচে দলকে জয়ের পথে নিয়ে গিয়েছেন। তাঁর ব্যাটে যেমন ধৈর্য, তেমনই আগ্রাসন, যেটা দলের রূপরেখায় ভারসাম্য এনেছে।
শেষে একটু যেন ইঙ্গিতও দিয়ে গেলেন ভবিষ্যৎ নিয়ে
“আর খুব বেশি বছর খেলার সুযোগ নেই। একদিন তো বুটজোড়া তুলে রাখতে হবে। তবে যেদিন সেটি করব, মনে থাকবে-আমি কিছুই বাকি রাখিনি। আজ রাতে আমি শিশুর মতো ঘুমাবো৷’’
বিরাট কোহলি আর RCB-এই নাম দুটি এখন শুধু দল আর ক্রিকেটারের সম্পর্ক নয়, এটা আস্থা, অবিচলতা আর এক অমর ভালোবাসার গল্প। ট্রফি জিতলেও, মানুষটা নিজেকে বদলাননি-তাঁর হৃদয়ে এখনও টেস্ট ক্রিকেটই রাজা।
আর এই ম্যাচের পর, ভারতীয় ক্রিকেটভক্তরা একযোগে বলতেই পারেন—“হ্যাঁ, তুমি সত্যিই বিরাট।”
Sports: After 18 years, Royal Challengers Bangalore (RCB) clinched their first IPL trophy! Virat Kohli, with tears and pride, cemented his legacy. RCB defeated Punjab Kings in an emotional final, dedicating the historic win to loyal fans who stood by them through tough times.