ভারতীয় ক্রীড়া ক্ষেত্রে সর্বোচ্চ রোজগার কার জানেন?

নয়াদিল্লি: ভারতীয় ক্রীড়া ক্ষেত্রে সর্বোচ্চ রোজগারের নিরিখে শীর্ষে জায়গা করে নিলেন বিরাট কোহলি। এমনটাই জানিয়েছে ফোর্বস। ২০১৮ তে তাঁর বিজ্ঞাপন থেকে রোজগারের পরিমান পৌঁছেছে ২২৮.০৯ কোটিতে। তাঁর আগে একমাত্র রয়েছেন বলিউড তারকা সলমন খান। এই মুহূর্তে বিজ্ঞাপনের সঙ্গে বিরাটের রোজগারের বড় অংশ হচ্ছে বিসিসিআই-এর সেন্ট্রাল চুক্তি ও রয়্যাল চ্যালেঞ্জার্সের বেঙ্গালুরুর চুক্তির টাকা। ক্রিড়াবিদদের তালিকায় কোহলির

ভারতীয় ক্রীড়া ক্ষেত্রে সর্বোচ্চ রোজগার কার জানেন?

নয়াদিল্লি: ভারতীয় ক্রীড়া ক্ষেত্রে সর্বোচ্চ রোজগারের নিরিখে শীর্ষে জায়গা করে নিলেন বিরাট কোহলি। এমনটাই জানিয়েছে ফোর্বস। ২০১৮ তে তাঁর বিজ্ঞাপন থেকে রোজগারের পরিমান পৌঁছেছে ২২৮.০৯ কোটিতে। তাঁর আগে একমাত্র রয়েছেন বলিউড তারকা সলমন খান। এই মুহূর্তে বিজ্ঞাপনের সঙ্গে বিরাটের রোজগারের বড় অংশ হচ্ছে বিসিসিআই-এর সেন্ট্রাল চুক্তি ও রয়্যাল চ্যালেঞ্জার্সের বেঙ্গালুরুর চুক্তির টাকা। ক্রিড়াবিদদের তালিকায় কোহলির পর রয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।

চার নম্বরে রয়েছেন ব্যাডমিন্টনের পিভি সিন্ধু। আর এক ব্যাডমিন্টন তারকা সাইনা নেহওয়াল রয়েছেন ১০ নম্বরে। এই প্রথম এই তালিকায় জায়গা করে নিয়েছেন মনীষ পাণ্ডে ও যশপ্রীত বুমরা। বুমরার রোজগার ১৬.৪২ কোটি। পাণ্ডে ১৩.০৮ কোটি। হার্দিক পাণ্ডিয়া ২০১৮তে অনেকটা এগিয়ে গিয়েছেন। গত বছর তাঁর রোজগার ছিল ৩.০৪ কোটি। এ বছর তিনি ছুঁয়েছেন ২৮.৪৬ কোটির মাত্রা। ফোর্বস ইন্ডিয়ার ভারতীয় ধনী মানুষের ১০০ জনের তালিকায় মোট ২১ জন ক্রীড়াবিদ জায়গা করে নিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 5 =