নয়াদিল্লি: প্যারিস অলিম্পিক্সের মঞ্চে সোনা জিততে জন্য মরিয়া ছিলেন ভিনেশ ফোগাট। শেষ পর্যন্ত ওজন কমানোর আপ্রাণ চেষ্টা চালিয়েছিলেন। কেটে ফেলেছিলেন চুল৷ শরীর থেকে বার করেছিলেন রক্ত। এত কিছুর পরেও শেষরক্ষা হয়নি৷ না। ১০০ গ্রাম ওজন বেশি থাকায় প্রতিযোগিতা থেকে বাদ পড়েন ভারতীয় কুস্তিগির৷
মঙ্গলবার সেমিফাইনালের পরই ৫০ কেজি বিভাগে খেলতে নামা ভিনেশের ওজন প্রায় ২ কেজি বেড়ে গিয়েছিল। সেই ওজন কমাতে রাতভর লড়াই করেছিলেন দঙ্গল-কন্যা৷ দু’চোখের পাতা এক না করে রাতভর জগিং, স্কিপিং, সাইক্লিং করেছিলেন৷ ক্রমাগত ঘাম ঝরাচ্ছিলেন। চুলও কেটে ফেলেছিলেন৷ রক্তও বার করেছিলেন। তাতে ওজন অনেকটাই কমিয়ে ফেলেন ভিনেশ। কিন্তু বুধবার সকালে ওজন মাপার সময় দেখা যায় ৫০ কেজি থেকে কয়েক গ্রাম বেশি ওজন তাঁর। সেই কারণেই প্রতিযোগিতা থেকে বাদ দিয়ে দেওয়া হয় ভিনেশকে৷