কলকাতা: দ্রুত ফুরচ্ছে আইফোনের চার্জ? ব্যাটারির আয়ু বাড়াতে চাইছেন? রইল কিছু টিপস৷
১. লো পাওয়ার মোড- ব্যাটারি বাঁচানোর সব সেটিংসের শর্টকাট হল লো পাওয়ার মোড৷ আপনার আইফোনে এটা অন করা থাকলে একসঙ্গে একাধিক ‘ব্যাটারিখেকো’ ফিচার বন্ধ হয়ে যাবে। এমনকি ফোনের প্রসেসরও অপ্রয়োজনে অতিরিক্ত শক্তি খরতে পারবে না৷
২. টাইপ করার হেপটিক ফিডব্যাক বন্ধ করুন- টাইপ করার সময় হেপটিক ফিডব্যাক ডিসেবল করে রাখুন৷ কারণ হেপটিক ফিডব্যাকের ভাইব্রেটর প্রতি বার টাইপ করার সময় অতিরিক্ত ব্যাটারি শক্তি খরচ করে ফেলে৷
৩. ‘হে সিরি’ ডিটেকশন বন্ধ করুন- নিয়মিত সিরি ব্যবহার করে না থাকলে, আপনার আইফোনে সর্বদা ‘হে সিরি’ কমান্ড শোনার প্রয়োজন নেই।
৪. ঘন ঘন নোটিফিকেশন আসা বন্ধ করুন- যত বার নোটিফিকেশন আসবে, ততবারই আপনার স্ক্রিন অন হয়ে যাবে। যা ব্যাটারির আয়ুক্ষয় করে৷ তাই ব্যাটারি বাঁচাতে শুধুমাত্র প্রয়োজনীয় অ্যাপের নোটিফিকেশন অন রেখে বাকি সব বন্ধ করুন৷
৫. কাছাকাছি এয়ারড্রপ শেয়ারিং বন্ধ করুন- এই ফিচারটি অন থাকলেই ফাইল শেয়ার করার জন্য আশেপাশের ডিভাইসের খোঁজ করতে থাকে৷ ভিড়ে ঠাসা এলাকায় এর কর্মকাণ্ডে দ্রুত ব্যাটারি খরচ হয়ে যায়৷
৬. ‘লাইভ অ্যাক্টিভিটিস’-এর ব্যবহার এড়িয়ে চলুন৷ আপনার আইফোনের ব্যাটারি বাঁচাতে চাইলে অবিলম্বে বন্ধ করুন ‘লাইভ অ্যাক্টিভিটিস’৷ না হলে এই অ্যাপ রিয়েল টাইম আপডেট দেখাতে থাকে যা ব্যাটারিতে প্রভাব ফেলে।
৭. লক স্ক্রিন উইজ়েটগুলি সরান- লক স্ক্রিন উইজেটগুলি ক্রমাগত তাদের তথ্য আপডেট করে ব্যাটারির শক্তি গিলতে পারে৷ তাই অপ্রয়োজনীয় উইজেট উড়িয়ে দিন।
৮. রিফ্রেশ রেট কমান- নতুন আইফোন প্রো মডেলে রয়েছে ১২০ হার্ৎজ রিফ্রেশ রেট৷ যা দ্রুত ব্যাটারি শেষ করতে পারে। এটিকে ৬০ হার্ৎজে সেট করলে ব্যাটারির ক্ষমতা বাড়বে৷
৯. ব্যাকগ্রাউন্ড অ্যাপ রিফ্রেশ বন্ধ করুন- যে সকল অ্যাপ ব্যাকগ্রাউন্ডে নিজেদের রিফ্রেশ করতে থাকে, সেগুলি কিন্তু ব্যাটারিকেও শেষ করে। তাই ব্যাটারি বাঁচাতে চাইলে এই ফিচারটি এখনই বন্ধ করে দিন।
১০. এছাড়াও ব্যাটারির লংজিবিটি বাড়াতে অপ্টিমাইজড চার্জিং ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে৷