কলকাতা: ইন্টারনেটে হোয়াটসঅ্যাপের বিকল্প খুঁজছেন? তাহলে এবার চোখ রাখুন ‘আরাট্টেই’-র দিকে। মাত্র তিন দিনে ৩.৫ লাখেরও বেশি ডাউনলোড নিয়ে এই মেড ইন ইন্ডিয়া অ্যাপ সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। প্লে স্টোর ও অ্যাপ স্টোরের শীর্ষে ট্রেন্ড করছে—এমনটা সহজে প্রত্যাশা করা যায়নি।
কিন্তু এত দ্রুত ভাইরাল হওয়ার রহস্য কী? ব্যবহারকারীদের কাছে আরাট্টেই শুধু চ্যাটিং অ্যাপ নয়; এটি হোয়াটসঅ্যাপের মতো সব ফিচারের সঙ্গে আসে। টেক্সট মেসেজ, ফটো-ভিডিও শেয়ার, গ্রুপ চ্যাট, স্টেটাস আপডেট, এমনকি চ্যানেল ও মিটিং করার সুবিধাও রয়েছে। অডিও ও ভিডিয়ো কলের মানও নজরকাড়া।
নামের উৎপত্তি
অ্যাপের নাম ‘আরাট্টেই’৷ এটি একটি তামিল শব্দ, যার অর্থ ‘ক্যাজুয়াল চ্যাট’। তবে এটিকে নতুন অ্যাপ বলে ভুল করবেন না। অ্যাপটি ২০২১ সালে লঞ্চ হয়৷ তবে সম্প্রতি হঠাৎ করেই ভাইরাল হয়েছে৷ এর নেপথ্য কারণ হল ‘মেড ইন ইন্ডিয়া’ ব্র্যান্ডের আবেগ।
আরাট্টেই-এর নির্মাতা ZOHO কর্পোরেশন, যারা পরিচিত একটি আন্তর্জাতিক সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান হিসেবে। অফিস ও সরকারি ব্যবহারে ZOHO-এর সফটওয়্যার ইতিমধ্যেই পরিচিত। সোশ্যাল মিডিয়ায় তাই বলা হচ্ছে—আরাট্টেই শুধু মেসেজিং অ্যাপ নয়, এটি ভারতীয় প্রযুক্তির গর্ব।
নিরাপত্তা কতখানি? Arattai App Viral
তবে আলোচনার মূল বিষয় হল নিরাপত্তা। হোয়াটসঅ্যাপে সব মেসেজ, কল এবং ভিডিও কল end-to-end এনক্রিপশন-এর মাধ্যমে সুরক্ষিত। অর্থাৎ, আপনার ডেটা শুধু সেন্ডার ও রিসিভারের মধ্যে সীমাবদ্ধ। আরাট্টেই-তে এই নিরাপত্তা পুরোপুরি নেই—শুধু অডিও ও ভিডিও কল এনক্রিপ্টেড। বাকি টেক্সট মেসেজ ও অন্যান্য ডেটা এখনও সুরক্ষিত নয়। হোয়াটসঅ্যাপ আপনার পাঠানো মেসেজ একটা সিক্রেট কোডে কনভার্ট করে দেয়৷ ফলে মেসেজ হ্যাক করা হলেও, তা পড়া কার্যত অসম্ভব হয়ে যায়৷ কিন্তু আরাট্টেই অ্যাপ আপনাকে এই নিরাপত্তা এখনও দিতে পারেনি৷ আর এটাই এই অ্যাপের সবচেয়ে বড় ড্র ব্যাক৷
হোয়াটসঅ্যাপকে টেক্কা দিতে পারবে?
এখন প্রশ্ন, আরাট্টেই কি সত্যিই হোয়াটসঅ্যাপকে টেক্কা দিতে পারবে? নাকি সীমিত জনপ্রিয়তা এই অ্যাপের হালও কো অ্যাপ, ফৌজি অ্যাপ বা হাই মেসেজের মতো হতে চলেছে।
বিশ্লেষকরা বলছেন, আরাট্টেই-এর দ্রুত ভাইরাল হওয়া প্রমাণ করে দেশীয় প্রযুক্তি এবং ‘মেড ইন ইন্ডিয়া’ ব্র্যান্ডের প্রতি মানুষের আস্থা। তবে টেকসই জনপ্রিয়তা এবং ব্যবহারকারীর আস্থা ধরে রাখার জন্য নিরাপত্তা ও বৈশ্বিক মানদণ্ডে এখনই শক্তিশালী পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
Technology: Arattai, the Made in India messaging app, has gone viral, securing over 3.5 lakh downloads in just three days, trending at the top of the App Store and Play Store. Offering all WhatsApp features, including group chats, calls, and channels, the app’s success is being credited to strong ‘Made in India’ sentiment.










