সাধু সাবধান! বাতিল হতে পারে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট! কেন জানেন?

হোয়াটসঅ্যাপ প্রতি মাসে বাতিল করছে ২০ লক্ষ অ্যাকাউন্ট। রেজিস্ট্রেশনের সময়েই বেশ কিছু অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয় । অনেক আগেই সতর্ক করা হয়েছিল। ব্যাধি মহামারীর আকার নেওয়ার আগেই বিশেষ পদক্ষেপ । নেপথ্যে বাল্ক মেসেজ । লোকসভা নির্বাচনের আগে গুজবজনিত ঘটনার দিকেই মূল লক্ষ্য। হোয়াটসঅ্যাপের নজরে বাল্ক মেসেজ প্রতি মাসে অন্তত ২০ লক্ষ অ্যাকাউন্ট বন্ধ করার

সাধু সাবধান! বাতিল হতে পারে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট! কেন জানেন?

হোয়াটসঅ্যাপ প্রতি মাসে বাতিল করছে ২০ লক্ষ অ্যাকাউন্ট। রেজিস্ট্রেশনের সময়েই বেশ কিছু অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয় । অনেক আগেই সতর্ক করা হয়েছিল। ব্যাধি মহামারীর আকার নেওয়ার আগেই বিশেষ পদক্ষেপ । নেপথ্যে বাল্ক মেসেজ । লোকসভা নির্বাচনের আগে গুজবজনিত ঘটনার দিকেই মূল লক্ষ্য।

হোয়াটসঅ্যাপের নজরে বাল্ক মেসেজ

প্রতি মাসে অন্তত ২০ লক্ষ অ্যাকাউন্ট বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে হোয়াটসঅ্যাপ । ভারতে তাদের গ্রাহক সংখ্যা এই মুহূর্তে প্রায় ২০ কোটি । কিন্তু, গুজব ছড়ানোর আশঙ্কা রয়েই যাচ্ছে । তাই বাল্ক মেসেজের রেজিস্ট্রেশন আটকে দেওয়া হয় । সংস্থার তরফে জানানো হয়, এই অ্যাকাউন্টগুলির মধ্যে কিছু সন্দেহজনক অ্যাকাউন্টও রয়েছে । এই নম্বর বা কম্পিউটার নেটওয়ার্কগুলিকে চিহ্নিত করার পর বার্তা প্রেরণে ব্লক করে দেওয়া হয় ।

হোয়াটসঅ্যাপ ও ভারতীয় আইন

ফেসবুক মালিকানাধীন চ্যাটিং অ্যাপস সংস্থা হোয়াটসঅ্যাপ । ভারতে বহু গ্রাহক রয়েছে তাদের । ব্যবসাও লাভজনক কিন্তু, সমস্যা বাল্ক মেসেজের ক্ষেত্রে । এই প্রবণতা হু হু করে বাড়ছে ভারতের মতো সাম্প্রদায়িক সম্প্রীতির দেশে । কম-বেশী প্রত্যেক গ্রাহকই জড়িয়ে পড়ছেন এই গুজবের মধ্যে । তার মধ্যে ধর্মীয় সুড়সুড়ি থেকে দলীয় ক্যাম্পেন সবই রয়েছে । তাই বিশেষ নিরাপত্তা ব্যবস্থা এনেছে হোয়াটসঅ্যাপ । থাকছে গ্রিভেন্স সেলও । এর মাধ্যমে গ্রিভেন্স আধিকারিকের কাছে সরাসরি অভিযোগ জানাতে পারবেন গ্রাহকরা । পাশাপাশি লোকসভা নির্বাচনের সময় ভারতের মুখ্য নির্বাচন কমিশনের সঙ্গে কাজ করবে হোয়াটসঅ্যাপ ।

ব্যবসা গোটাতে পারে হোয়াটসঅ্যাপ

অন্যদিকে এন্ড-টু–এন্ড এনক্রিপশন নিয়েও জল্পনা শুরু হয়েছে । গুজবের দিকে নজর দিতে কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে ভারত সরকারের তরফে । এই বিধিনিষেধগুলির মধ্যে সবচেয়ে বেশী জোর দেওয়া হয়েছে বার্তার উৎস জানার ক্ষেত্রে । কিন্তু, হোয়াটসঅ্যাপ এন্ড– টু–এন্ড এনক্রিপশনে বিশ্বাসী । অর্থাৎ, তৃতীয় ব্যক্তি এ বিষয়ে জানতে পারবেন না । এদিকে, ফেসবুকের গ্রাহকদের তথ্য ব্যবহার নিয়ে সরব বিভিন্ন দেশ । সেক্ষেত্রে ফেসবুক অধীনস্থ এই চ্যাটিং সংস্থাও ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিয়ে ভাবছে ।

নতুন আইন কার্যকরী হলে সিস্টেম নিয়ে ভাবতে হবে হোয়াটসঅ্যাপকে । ফলে, ভারত থেকে ব্যবসা গুটিয়ে নিতে হতে পারে বলে আশঙ্কা করেছেন সংস্থার এক কর্তা । তবে বিশ্বজুড়ে ১৫০কোটি গ্রাহকের মধ্যে ২০কোটিই ভারতের । সেদিকেও নজর রাখতে হবে জনপ্রিয় এই অ্যাপ সংস্থাটিকে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four − 1 =