ChatGPT-তে ধস! সমস্যার সম্মুখীন বহু গ্রাহক

প্রযুক্তিগত সমস্যার সম্মুখীন হলেন বহু গ্রাহক। OpenAI-এর ChatGPT-তে অপ্রত্যাশিতভাবে সমস্যা দেখা দিল। মঙ্গলবার গোটা বিশ্বে এই সমস্যা দেখা দেয়। এর ফলে অনেক ব্যবহারকারী তাদের অ্যাপ…

প্রযুক্তিগত সমস্যার সম্মুখীন হলেন বহু গ্রাহক। OpenAI-এর ChatGPT-তে অপ্রত্যাশিতভাবে সমস্যা দেখা দিল। মঙ্গলবার গোটা বিশ্বে এই সমস্যা দেখা দেয়। এর ফলে অনেক ব্যবহারকারী তাদের অ্যাপ বা ওয়েবসাইটের মাধ্যমে এই পরিষেবা পাননি। Downdetector-এর মতে, দুপুর ১২:৩০ থেকে বিকেল ৩:৩০ (IST) এর মধ্যে ৮৬০টিরও বেশি সমস্যাজনিত রিপোর্ট নথিভুক্ত হয়।

ঘটনাক পর OpenAI এর তরফে সোশ্যাল মিডিয়া সাইট X-এ একটি বিবৃতি জারি করা হয়। সেখানে জানানো হয়, তারা ChatGPT এবং API এর ত্রুটি খতিয়ে দেখছে। তাদের টেকনিশিয়ানরা ঘটনার আসল কারণ চিহ্নিত করেছেন এবং যত দ্রুত সম্ভব সমস্যাটি সমাধানের জন্য কাজ শুরু করে দিয়েছেন। এই সমস্যার ফলে ভুগতে হয় বহু ব্যহারকারীকে। X হ্যান্ডেলে নেটিজেনদের একের পর এক পোস্ট দেখা গিয়েছে। ব্যবহারকারীরা একাধিক স্ক্রিনশট শেয়ার করেছেন।

২০২৫ সালের গোড়া থেকেই ChatGPT বেশ কয়েকটি সমস্যার সম্মুখীন হয়েছে। জানুয়ারিতে, বিশ্বব্যাপী বিভ্রাটের কারণে লক্ষ লক্ষ মানুষের এই প্ল্যাটফর্ম অ্যাক্সেস করতে সমস্যা হয়েছিল। বেশিরভাগই “ব্যাড গেটওয়ে” ত্রুটির সম্মুখীন হয়েছিলেন। মার্চ মাসে আবারও পরিষেবায় বিভ্রাট ঘটে। এর মধ্যে দুটি উল্লেখযোগ্য ঘটনা প্রম্পট জেনারেশনকে প্রভাবিত করেছিল।