হোয়াটসঅ্যাপে আপত্তিকর মেসেজ পাচ্ছেন? অভিযোগ জানাবেন কোথায় জানেন?

নয়াদিল্লি: হোয়াটসঅ্যাপে আপত্তিকর মেসেজ পাচ্ছেন? যে নম্বর থেকে এ ধরনের অপরাধমূলক মেসেজ আসছে এবার তাদের বিরুদ্ধে ডিপার্টমেন্ট অব টেলিকম বা ডট-এ অভিযোগ জানাতে পারবেন প্রাপকরা। ডটের কন্ট্রোলার কমিউনিকেশনস-এর পদস্থ আধিকারিক আশিষ যোশি একথা জানিয়েছেন। ট্যুইটারে তিনি লিখেছেন, ‘যদি কোনও ব্যক্তি তাঁর হোয়াটসঅ্যাপে আপত্তিকর, কুরুচিপূর্ণ, অপমানজনক, প্রাণনাশের হুমকির মতো মেসেজ পান, তাহলে তিনি সেই মেসেজের স্ক্রিন

হোয়াটসঅ্যাপে আপত্তিকর মেসেজ পাচ্ছেন? অভিযোগ জানাবেন কোথায় জানেন?

নয়াদিল্লি: হোয়াটসঅ্যাপে আপত্তিকর মেসেজ পাচ্ছেন? যে নম্বর থেকে এ ধরনের অপরাধমূলক মেসেজ আসছে এবার তাদের বিরুদ্ধে ডিপার্টমেন্ট অব টেলিকম বা ডট-এ অভিযোগ জানাতে পারবেন প্রাপকরা। ডটের কন্ট্রোলার কমিউনিকেশনস-এর পদস্থ আধিকারিক আশিষ যোশি একথা জানিয়েছেন।

ট্যুইটারে তিনি লিখেছেন, ‘যদি কোনও ব্যক্তি তাঁর হোয়াটসঅ্যাপে আপত্তিকর, কুরুচিপূর্ণ, অপমানজনক, প্রাণনাশের হুমকির মতো মেসেজ পান, তাহলে তিনি সেই মেসেজের স্ক্রিন শট এবং প্রাপকের মোবাইল নম্বর লিখে ccaddn-dot@nic.in-এ ইমেল করে অভিযোগ জানাতে পারবেন। সেইমতো আমরা প্রয়োজনীয় ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট টেলি পরিষেবা প্রদানকারী সংস্থা এবং পুলিস প্রশাসনের কাছে বিষয়টি তুলে ধরব।’

গত ১৯ ফেব্রুয়ারি একটি নির্দেশিকা প্রকাশ করেছে ডট। যেখানে বলা হয়েছে, টেলিকম সংস্থাগুলিকে দেওয়া লাইসেন্সে উল্লেখ রয়েছে, তারা কোনওভাবে আপত্তিকর, কুরুচিপূর্ণ, অপমানজনক বিষয় প্রচার করতে পারবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 − 6 =