কলকাতা: দীর্ঘ ১০ বছর পর নতুন রূপে এল গুগলের বহুল পরিচিত ‘G’ আইকন। ২০১৫ সালে গুগলের মূল লোগো বদলে ফেলা হয়েছিল Product Sans টাইপফেসে। তখনই ছোট হাতের ‘g’ থেকে রঙচঙে বৃত্তাকারে রূপ নেয় বর্তমান ‘G’ আইকন। এক দশক পরে, এবার সেই আইকনেই এল আধুনিক ছোঁয়া।
নতুন সাজসজ্জা
নতুন ডিজাইনে চারটি আলাদা রঙের আলাদা খণ্ড আর নেই। বরং লাল থেকে হলুদ, হলুদ থেকে সবুজ, সবুজ থেকে নীল—রঙের এক মসৃণ গ্র্যাডিয়েন্টে বদল ঘটেছে। ফলত, আইকনটি আগের চেয়ে অনেক বেশি প্রাণবন্ত, আকর্ষণীয় ও চোখধাঁধানো। গুগলের সাম্প্রতিক Gemini এআই ডিজাইন ও সার্চের ‘AI Mode’-এর সঙ্গে এর মিল লক্ষ্য করা যাচ্ছে।
ইতিমধ্যেই iOS-এর গুগল সার্চ অ্যাপে নতুন আইকনটি দেখা যাচ্ছে। সোমবার থেকে অ্যান্ড্রয়েড বিটা ভার্সনেও (গুগল অ্যাপ ১৬.১৮) এই আপডেট পৌঁছেছে।
পরিবর্তনটি খুবই সূক্ষ্ম Google G icon redesign
তবে, পরিবর্তনটি এতটাই সূক্ষ্ম যে অনেকেই হয়তো প্রথম নজরেই ধরতে পারবেন না। বিশেষ করে যারা শুধু হোমস্ক্রিনে আইকন দেখে থাকেন, বা ব্রাউজারে ছোট ফেভিকন হিসেবে গুগল ব্যবহার করেন, তাদের জন্য এই আপডেট প্রায় অদৃশ্য।
গুগলের মূল ছয় অক্ষরের লোগো এখনই বদলাচ্ছে না। তবে Chrome বা Maps-এর মতো অন্য চার রঙের গুগল অ্যাপগুলোতেও ভবিষ্যতে এই ধরণের রঙের ‘ব্লিড’ ডিজাইন দেখা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এই নতুন আপডেট শুধুমাত্র ভিজ্যুয়াল নয়—এটি গুগলের সামগ্রিক ডিজাইন দর্শন ও প্রযুক্তি-ভিত্তিক পরিবর্তনেরই প্রতিফলন। আধুনিকতার দিকে আরও এক ধাপ এগোচ্ছে গুগল, তারই নমুনা এই স্মার্ট ও সুনিপুণ আইকন পরিবর্তন।
Technology: Google unveils a redesigned ‘G’ icon after 10 years, featuring a smooth color gradient from red to blue. The vibrant and eye-catching icon is now appearing on iOS and Android beta (Google App 16.18). Subtle change aligns with Gemini AI and Search’s AI Mode.