১ সেপ্টেম্বর থেকে বদলে যাচ্ছে প্লে স্টোরের নিয়ম, কেন এই সিদ্ধান্ত নিল Google?

কলকাতা: আগামী ১ সেপ্টেম্বর থেকে বড়সড় বদল আসতে চলেছে গুগল প্লে স্টোরে। বন্ধ করা হবে একাধিক অ্যাপ। কোয়ালিটি কন্ট্রোলের জন্যই এই সিদ্ধান্ত বলে গুগলের তরফে…

google walker

কলকাতা: আগামী ১ সেপ্টেম্বর থেকে বড়সড় বদল আসতে চলেছে গুগল প্লে স্টোরে। বন্ধ করা হবে একাধিক অ্যাপ। কোয়ালিটি কন্ট্রোলের জন্যই এই সিদ্ধান্ত বলে গুগলের তরফে জানানো হয়েছে৷ এর প্রভাব পড়বে বিশ্বের কয়েক কোটি অ্যানড্রয়েড ইউজারদের উপর৷

টেক জায়ান্ট সংস্থা জানিয়েছে, ম্যালওয়্যারের হাত থেকে ইউজারদের সুরক্ষিত রাখতে থার্ড পার্টি অ্যাপগুলোর উপর কোপ আসতে চলেছে৷ আগামী মাস থেকেই প্লে স্টোরের থার্ড পার্টি স্টোরগুলিতে আর APK আপলোড করা যাবে না। মার্কেটিং এবং ইউজার এক্সপেরিয়েন্সের জন্য বড় পদক্ষেপ করতে চলেছে গুগল৷

একটি ক্রিপ্টো অ্যাপের জন্যেই এই পথে হাঁটতে বাধ্য হয়েছে গুগল৷ সম্প্রতি এক মহিলা জানান, তিনি প্লে স্টোর থেকে একটি ক্রিপ্টো অ্যাপ ডাউনলোড করে প্রতারকদের ফাঁদে পড়েন৷ এই অভিযোগ পাওয়ার পরই পরই প্লে স্টোরের নিয়ম বদলের মতো দৃঢ় পদক্ষেপ করে গুগল। নয়া নিয়ম অনুযায়ী, ১সেপ্টেম্বর থেকে গুগল প্লে স্টোরের থার্ড পার্টি অ্যাপ স্টোরে কোনও অ্যাপের APK আপলোড করা যাবে না।