কোভিড ভ্যাকসিন সেন্টারের সন্ধান দেবে গুগল

কোভিড ভ্যাকসিন সেন্টারের সন্ধান দেবে গুগল

নয়াদিল্লি: কোভিড ভ্যাকসিন সেন্টারের খোঁজ মিলবে গুগলে! অবাক লাগলেও, একদম ঠিক শুনছেন৷

কোভিড ১৯ ভ্য়াকসিন নেওয়ার জন্য় হুড়োহুড়ি সর্বত্র। দীর্ঘক্ষণ লাইন দিয়েও কোথাও কোথাও ভ্যাকসিন মিলছে না বলে অভিযোগ করছেন অনেকে। কোথাও আবার স্লট বুকিং করা সম্ভব হচ্ছে না বলে অভিযোগ করছেন অনেকে৷ কারণ স্লট বুকিং করার আগেই কয়েক মুহূর্তের মধ্য়ে নির্দিষ্ট এলাকায় বা নির্দিষ্ট সেন্টারে করোনা ভ্যাকসিন শেষ হয়ে যাচ্ছে৷ এবার এই সমস্য়া সমাধান করতে এগিয়ে এল ইন্টারনেট জায়েন্ট গুগল। এবার থেকে নিকটবর্তী এলাকায় কোন ভ্য়াকসিন সেন্টারে কতগুলি ভ্য়াকসিন মজুত রয়েছে, তা জানা যাবে গুগলেই৷ ফলে অখন আর দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার দিন শেষ৷ কোথায় গেলে নিশ্চিত ভাবে ভ্য়াকসিন পাওয়া যাবে, তা জানতে গুগল ম্য়াপ, গুগল অ্য়াসিস্ট্য়ান্ট এবং সার্চ অপশনে গিয়ে ক্লিক করতে হবে৷ তাতেই ব্য়বহারকারীর কাছে ভ্য়াকসিনের যাবতীয় তথ্য় চলে আসবে।

এই পুরো প্রক্রিয়াটির জন্য় কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের কাছ থেকে যাবতীয় তথ্য় সংগ্রহ করেছে গুগল। এই সপ্তাহ থেকেই এই সুবিধা পাওয়া যাবে বলে জানা গিয়েছে। এবার থেকে গুগলের মাধ্য়মেই দেশের প্রায় ১৩ হাজার এলাকায় থাকা ভ্য়াকসিন সেন্টারের যাবতীয় তথ্য় পেয়ে যাবেন দেশবাসী। শুধু তাই নয়, এর মাধ্যমে রিয়েল টাইম ডেটাও দেখা যাবে৷ এই সংক্রান্ত একটি ব্লগ পোস্ট করে গুগল জানিয়েছে, কোভিড ভ্য়াকসিন সম্পর্কে যাবতীয় তথ্য় পাওয়া যাবে ইংরেজি, বাংলা, হিন্দি-র পাশাপাশি তেলুগু, তামিল, মালয়ালাম, কন্নড, গুজরাটি এবং মারাঠি ভাষাতেও৷ এই প্রসঙ্গে গুগলের ডিরেক্টর হেমা বুধারাজু জানিয়েছেন, বর্তমানে সাধারণ মানুষকে কোভিড সংক্রান্ত যাবতীয় তথ্য় জানাতে গুগল এই পদক্ষেপ করেছে। আগামী দিনে আরও নতুন কিছু সুবিধা ব্য়বহারকারীদের দেওয়ার লক্ষ্যে কোউইন টিমের সঙ্গেও কাজ করছে গুগল। 

গুগলে ভ্য়াকসিন নেওয়া সংক্রান্ত যাবতীয় তথ্য় পাওয়া যাবে। যেমন- কোন সেন্টারে কতগুলি স্লট রয়েছে, তার মধ্য়ে কতগুলি স্লট বুকিং হওয়া এবং কতগুলি খালি রয়েছে। কোন সেন্টারে কোন ডোজ দেওয়া হচ্ছে। এমনকি কোন সেন্টারে বিনামূল্যে এবং কোথায় টিকা নিতে টাকা দিতে হচ্ছে, সেই তথ্য় পাওয়া যাবে। এখানেই শেষ নয়, মিলবে কোউইন  ওয়েবসাইটে বুকিংয়ের জন্য় প্রয়োজনীয় লিঙ্কও৷ এর আগে কোভিড টেস্টিং সেন্টারের যাবতীয় তথ্য় আপডেট করা হয়েছিল গুগলে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − 11 =