ফেসবুক মেসেঞ্জারে অ্যাক্টিভ স্টেটাস লুকাতে চান? ছোট্ট এই টিপসেই হবে কাজ

কলকাতা: সোশ্যাল মিডিয়ায় অনেকেই গোপনীয়তা বজায় রাখতে পছন্দ করেন৷ অনেকেই ফেসবুক মেসেঞ্জারে নিজেদের স্ট্যাটাস হাইড করে রাখেন।  অবাঞ্ছিত কথোপকথন এড়াতে বা নিজেদের অনলাইন কার্যকলাপ আড়াল…

messanger fb

কলকাতা: সোশ্যাল মিডিয়ায় অনেকেই গোপনীয়তা বজায় রাখতে পছন্দ করেন৷ অনেকেই ফেসবুক মেসেঞ্জারে নিজেদের স্ট্যাটাস হাইড করে রাখেন।  অবাঞ্ছিত কথোপকথন এড়াতে বা নিজেদের অনলাইন কার্যকলাপ আড়াল রাখতে ইউজাররা চাইলেই ফেসবুক মেসেঞ্জারে সক্রিয় স্ট্যাটাস হাইড করে রাখতে পারেন।

কিন্তু কী ভাবে হাইড করতে হয়? অনেকের উপায়টা জানা নেই৷ তাঁদের জন্য বলি বিষয়টা খুবই সহজ৷ যারা মোবাইল থেকে ফেসবুক ব্যবহার করেন, তাঁরা খুব সহজেই ফেসবুক মেসেঞ্জারে সক্রিয় স্ট্যাটাস হাইড করে রাখতে পারেন৷ যাঁরা ডেস্কটপে ফেসবুক ব্যবহার করে থাকেন, তাঁরাও পারবেন ফেসবুক মেসেঞ্জারে সক্রিয় স্ট্যাটাস হাইড করে রাখতে। চট করে দেখে নিন কী করতে হবে-

মোবাইল ইউজারজের জন্য- প্রথমে মোবাইলে মেসেঞ্জার ওপেন করতে হবে৷ সেখানে গিয়ে নিজেদের প্রোফাইল পিকচারের উপক ক্লিক করতে হবে৷ এটি সাধারণত স্ক্রিনের উপরের ডান দিকে থাকে।এর পর “Active Status” বিকল্পটি খুঁজে নিতে হবে। সেখানে গিয়ে “Active Status” এর পাশে থাকা বাটন বন্ধ করলেই হয়ে যাবে৷

ডেস্কটপ ব্যবহারকারীদের জন্য- ফেসবুক মেসেঞ্জার ওপেন করে নিজেদের ওয়েব ব্রাউজারের মাধ্যমে ফেসবুক মেসেঞ্জার অ্যাক্সেস করতে হবে। এর পর Preferences অপশন ওপেন করে উপরের বাম কোণে থাকা নিজের প্রোফাইল ছবির উপর ক্লিক করতে হবে। তারপর ‘Preferences’ সিলেক্ট করতে হবে।
“Active Status” বন্ধ করতে চাইলে “Active Status” এর পাশে থাকা বক্সটি আনচেক করে দিতে হবে। তাহলেই আড়ালে চলে যাবে আপনার অ্যাকটিভ স্টেটাস৷