কলকাতা: এক্সপ্রেস ট্রেনে চেপে দূর যাত্রার অভিজ্ঞতা কম-বেশি প্রায় সকলেরই আছে৷ আর ট্রেনে জলের সমস্যাও বেশ কমন৷ মাঝে মধ্যেই জল ফুরিয়ে যায়৷ এই অবস্থায় ডাক পড়ে রেলকর্মীদের৷ শেষে জানা যায়, জল ফুরিয়ে গিয়েছে। এমন অপ্রীতিকর পরিস্থিতির মুখে যাতে যাত্রীদের আর পড়তে না হয়, তার জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের (এআই) সাহায্য নিতে চলেছে ভারতীয় রেল।
মেল বা এক্সপ্রেস ট্রেনে জলের পরিমাণ কত, জল ফুরিয়ে যাচ্ছে কিনা, সে বিষয়ে ট্রেনের দায়িত্বপ্রাপ্ত কর্মীকে এবার থেকে তথ্য সরবারহ করবে ইন্টারনেট অফ থিংস (আইওটি) এবং এআই। হ্যাঁ, এমনটাই হচ্ছে৷ দেশের প্রথম দূরপাল্লার ট্রেন ব্রহ্মপুত্র মেলে এই ব্যবস্থা চালু করা হয়েছে। এআই এবং আইওটি-প্রতি মুহূর্তে দূরপাল্লার ট্রেনে জলের স্টক মাপতে থাকবে৷ এই ব্যবস্থার নাম দেওয়া হয়েছে ওয়াটার লেভেল ইন্ডিকেটর। শুধু ট্রেনে জলের পরিমাণ জানানোই নয়, জল সংরক্ষণের ক্ষেত্রেও জুটি বেঁধে কাজ করবে এআই ও আইওটি৷
উত্তর-পূর্ব সীমান্ত রেলের জেনারেল ম্যানেজার চেতনকুমার শ্রীবাস্তব বলেন, ‘এটা রিয়েল টাইম ওয়াটার লেভেল মনিটরিং সিস্টেম। কোনও একটা নির্দিষ্ট সময়ে ট্রেনে কতটা জল রয়েছে, তার পুঙ্খানুপুঙ্খ হিসাব থাকবে ট্রেনের ভারপ্রাপ্ত কর্মীর হাতে৷’