কলকাতা: স্মার্টফোনের বাজার কাঁপাতে নজরকাড়া সব ফিচার্স নিয়ে হাজির ওপো। ৫জি সাপোর্ট তো রয়েইছে, সঙ্গে দারুণ ক্যামেরা, ফাস্ট চার্জিং এবং দুর্দান্ত ব্যাটারি ব্যাকআপ সহ বাজেট ফ্রেন্ডলি দামে লঞ্চ হল ওপো কে১২এক্স মডেল৷ এই ফোনে রয়েছে ৩২ মেগাপিক্সেল ক্যামেরা এবং ২৫৬ জিবি স্টোরেজ৷ ধুলো-বালি থেকে আপানার ফোনকে রক্ষা করতে রয়েছে আইপি৫৪ রেটিং৷
এই ফোনের দুটি ভ্যারিয়েন্ট লঞ্চ করা হয়েছে৷ একটি ৬ জিবি + ১২৮ জিবি ভ্যারিয়েন্টের দাম পড়বে ১২,৯৯৯ টাকা। আর ৮ জিবি + ২৫৬ জিবি ভ্যারিয়েন্টের দাম পড়বে ১৫,৯৯৯ টাকা।
২ অগাস্ট বাজারে চলে এসেছে ওপো কে১২এক্স স্মার্টফোন৷ ই-কমার্স সাইট ফ্লিপকার্ট থেকে আপনি এই ফোন কিনতে পারবেন৷ অফার চলাকালীন বুক করলে মিলবে হাজার টাকা ব্যাঙ্ক ডিসকাউন্ট৷
ওপো কে১২এক্স একটি ৫জি স্মার্টফোন। ৬.৬৭ ইঞ্চি ডিসপ্লে রয়েছে এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট। ডুয়াল পান্ডা গ্লাস প্রোটেকশন রয়েছে এই স্মার্টফোনে। ইউজাররা যাতে একাধিক ট্যাব একসঙ্গে ব্যবহার করতে পারেন, তার জন্য রয়েছে দ্রুত গতির মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ প্রসেসর। রয়েছে ৫,১০০ এমএএইচ এবং ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং ব্যাটারি৷
৬ জিবি এবং ৮ জিবি ব়্যামে পাওয়া যাচ্ছে এই ফোন৷ ইন্টার্নাল স্টোরেজ ক্যাপাসিটি সর্বাধিক ২৫৬ জিবি। মাইক্রো SD কার্ড ব্যবহার করে স্টোরেজ সিস্টেম আরও বাড়ানো যেতে পারে৷