এবার ১০ হাজারে পেয়ে যাবেন রিয়েলমির এই নয়া ৫জি ফোন, অনলাইনে বিক্রি শুরু ২০ অগাস্ট

কলকাতা:  খুব সস্তায় ৫জি স্মার্টফাম নিয়ে এল রিয়েলমি। ভারতের বাজারে লঞ্চ করল রিয়েলমি সি৬৩ মোবাইল। সবুজ এবং সোনালি রঙে দারুণ স্মার্টফোন লুকে ফোনটি বাজারে এসেছে৷…

realme2

কলকাতা:  খুব সস্তায় ৫জি স্মার্টফাম নিয়ে এল রিয়েলমি। ভারতের বাজারে লঞ্চ করল রিয়েলমি সি৬৩ মোবাইল। সবুজ এবং সোনালি রঙে দারুণ স্মার্টফোন লুকে ফোনটি বাজারে এসেছে৷ এতে পাবেন বড় ডিসপ্লে, ৩২ মেগাপিক্সেল ক্যামেরা, স্টোরেজ এবং ব্যাটারি৷ রয়েছে দ্রুত গতির প্রসেসর৷ সবচেয়ে বড় চমক এই ফোনের দামে৷ অফার চলাকালীন মাত্র ১০ হাজার টাকায় পকেটে পুড়তে পারবেন রিয়েলমি-র এই স্মার্ট ফোন৷

 

আগামী ২০ অগাস্ট থেকে ই-প্ল্যাটফর্ম ফ্লিপকার্টে শুরু হবে ফোনের বিক্রি। অফার হিসাবে হাজার টাকা ছাড় দেবে রিয়েলমি৷ অর্থাৎ মাত্র ৯,৯৯৯ টাকায় কিনতে পারবেন এই ফোন৷

 

রিয়েলমি সি৬৩ ফোনের ৩টি ভ্যারিয়েন্ট আনা হয়েছে। ৪ জিবি ব়্যাম ও ১২৮ জিবি ইন্টার্নাল স্টোরেজ-সহ এর দাম পড়বে ১০,৯৯৯ টাকা। ৬ জিবি ব়্যাম ও ১২৮ জিবি ইন্টার্নাল স্টোরেজ যুক্ত সেটের দাম ১১,৯৯৯ টাকা। এবং ৮ জিবি ব়্যাম ও ১২৮ জিবি স্টোরেজ-সহ এই ফোন মিলবে ১২,৯৯৯ টাকায়।